Redmi Note 14 series ভারতে আসার পর Xiaomi তার গত বছর লঞ্চ হওয়া Redmi Note 13 সিরিজ কে ওয়েবসাইট থেকে সরিয়ে দিয়েছে। তবে এই সিরিজের তিনটি স্মার্টফোন অনলাইন শপিং সাইটে বিক্রি হচ্ছে। Flipkart সাইটে এই ফোনটি লঞ্চ প্রাইস থেকে অনেকটা সস্তায় পাওয়া যাচ্ছে। এখানে আমরা যেই স্মার্টফোনের কথা বলছি সেটি হল Redmi Note 13 Pro+ 5G, যা 200MP ক্যামেরা সহ আসে।
বলে দি যে কোম্পানি Redmi Note 14 Series এ স্ট্যান্ডার্ড মডেলের সাথে Redmi Note 14 Pro এবং Note 14 Pro+ ফোনও নিয়ে এসেছে।
রেডমির এই সিরিজে তিনটি মডেল 8GB RAM+256GB, 12GB RAM+256GB এবং 12GB RAM+512GB স্টোরেজ সহ আসে। রেডমি নোট 13 প্রো+ 5জি ফোনের 8GB RAM স্টোরেজ মডেলটি 31,999 টাকায় ভারতে লঞ্চ হয়েছিল। তবে এখন এটি Flipkart সাইটে 22,277 টাকায় বিক্রি হচ্ছে। যার মানে ফোনে প্রায় 10,000 টাকার ছাড় অফার করছে কোম্পানি।
অফারের আওতায় কোম্পানি গ্রাহকদের ব্যাঙ্ক অফারও দিচ্ছে। যার পরে এতে 1000 টাকার অতিরিক্ত ছাড় পাওয়া যেতে পারে।
ফিচারের কথা বললে, রেডমির এই ফোনটি 6.67-ইঞ্চি সহ 3D কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া। ফোনটি 120Hz রিফ্রেশ রেট, 1800 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর হিসেবে ফোনে MediaTek Dimensity 7200 অক্টাকোর প্রসেসর দেওয়া। ফোনের সাথে 12GB RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ পেয়ার করা।
ফটোগ্রাফির ক্ষেত্রে রেডমি নোট 13 প্রো+ 5জি ফোনে 200MP মেইন ক্যামেরা, 8MP আল্ট্রা ওয়াইড এবং 2MP ম্যাক্রো ক্যামেরা পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 16MP ক্যামেরা দেওয়া হয়েছে।
পাওয়ার দিতে রেডমি নোট 13 প্রো প্লাস ফোনটি 5000mAh ব্যাটারি এবং 120Hz ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।
অপারেটিং সিস্টাম হিসেবে ফোনটি Android 14 ভিত্তিক HyperOS এ কাজ করে।
আরও পড়ুন: OnePlus 13 এবং OnePlus 13R ভারতে লঞ্চ, 6000mAh ব্যাটারি এবং 50MP Hasselblad ক্যামেরা লেন্স রয়েছে