Redmi Note 13 5G Series এই বছরের শুরুর দিকে ভারতে লঞ্চ করা হয়েছিল। এই সিরিজের আওতায় রয়েছে Redmi Note 13, Note 13 Pro এবং Redmi Note 13 Pro Plus । এখন এই তিনটি স্মার্টফোনের দাম কমিয়ে দিয়েছে কোম্পানি। 4000 টাকা পর্যন্ত সস্তায় এখন এই তিনটি স্মার্টফোন কেনা যাবে। বলে দি যে এতে ব্যাঙ্ক অফারও রয়েছে। আসুন জেনে নেওয়া যাক কোন স্মার্টফোন কত টাকা সস্তায় কেনা যাবে।
রেডমি নোট ১৩ ৫জি ফোনের 6GB+128GB RAM মডেলটি 17,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। এখন ছাড়ের পর এটি 16,999 টাকায় কেনা যাবে। এর উপর কোম্পানি এতে 1500 টাকার ব্যাঙ্ক অফারও দিচ্ছে। যার পর এটির দাম পরবে 15,499 টাকা।
আরও পড়ুন: বিনামূল্যে চলবে Netflix! 84 দিন পর্যন্ত থাকবে Unlimited 5G ডেটা, Airtel আনল দুর্দান্ত প্ল্যান
ফোনের 8GB+256GB মডেলটি 19,999 টাকায় বাজারে এসেছিল, এখন ছাড়ের পর এটি 16,999 টাকায় বিক্রি হচ্ছে। এর উপর 1500 টাকার ব্যাঙ্ক অফার নিয়ে এটি পড়বে 17,499 টাকা।
এতে 12GB+256GB মডেলটি 21,999 টাকায় এসেছিল, এখন 20,999 টাকায় কেনা যাবে। এছাড়া থাকছে 1500 টাকার ব্যাঙ্ক অফার। আরও দাম কমে এটি 19,499 টাকায় কেনা যাবে।
সিরিজের নোট ১৩ প্রো ফোনের 8GB+128GB মডেলটি 25,999 টাকায় লঞ্চ হয়েছিল। এখন দাম কম হওয়ার পরে এটি 24,999 টাকায় কেনা যাবে। কোম্পানি এই ফোনে 3000 টাকার ব্যাঙ্ক অফার দিচ্ছে। ছাড়ের পর এটি 21,999 টাকায় কেনা যাবে।
এই 8GB+256GB ভার্সন 27,999 টাকার বদলে 26,999 টাকায় কেনা যাবে। এছাড়া এতে 3000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এটি ছাড়ের পর 23,999 টাকায় কেনা যাবে।
পাশাপাশি, নোট ১৩ প্রো ফোনের 12GB RAM+256GB মডেলটি দাম কম হওয়ার পর 29,999 টাকার বদলে 28,999 টাকায় পাওয়া যাবে। এছাড়া থাকছে 3000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ছাড়।
এখানেই শেষ নয়, Redmi Note 13 Pro+ 5G ফোনেও পাওয়া যাচ্ছে বাম্পার ছাড়।
এখানে রেডমি নোট 13 প্রো প্লাস ফোনের 8GB+256GB মডেলটি 31,999 টাকায় আনা হয়েছিল। তবে এখন দাম কম হওয়ার পর এটি 31,999 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া এই ফোনেও 3000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যার পর এটি 27,999 টাকায় কেনা যাবে।
এছাড়া 12GB+256GB সহ এই মডেলটি 33,999 টাকার বদলে 32,999 টাকায় কেনা যাবে। এতেও 3000 টাকার ব্যাঙ্ক ছাড় পাওয়া যাচ্ছে। যার পর এটি 29,999 টাকায় কেনা যাবে।
আরেকটি মডেল 12GB+512GB মডেলটি 35,999 টাকার বদলে 34,999 টাকায় কেনা যাবে। এছাড়া এতে 3000 টাকার ব্যাঙ্ক ছাড় দিচ্ছে কোম্পানি। যার পর এটি 31,999 টাকায় কিনতে পারবেন।
বলে দি যে ব্যাঙ্ক অফারটি শুধু ICICI কার্ডে অফার করছে কোম্পানি। স্মার্টফোনগুলি কোথায় বিক্রি হচ্ছে ভাবছেন? রেডমি নোট 13 সিরিজের ফোনগুলি Flipkart, Amazon, mi.com, Xiaomi Home এবং Xiaomi রিটেইল স্টোরের মাধ্যমে পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: Vivo X100 Ultra এবং Vivo X100s ফোনের প্রথম লুক প্রকাশ্যে, স্টাইলিশ ডিজাইন এবং কালার ফাঁস