Redmi Note 13 5G: 108MP ক্যামেরা এবং 12GB RAM সহ রেডমির নতুন 5G ফোন ভারতে লঞ্চ, ফিচার শুনলে অবাক হবেন
Xiaomi এর তরফে ভারতে আজ অর্থাৎ 4 জানুয়ারি Redmi Note 13 Series লঞ্চ করে দিয়েছে
এই সিরিজের আওতায় তিনটি ডিভাইস - Redmi Note 13, Redmi 13 Pro এবং 13 Pro+ ভারতে আনা হয়েছে
রেডমি নোট 13 ফোনের প্রথম বিক্রি 10 জানুয়ারি থেকে করা হবে
Xiaomi এর তরফে ভারতে আজ অর্থাৎ 4 জানুয়ারি Redmi Note 13 Series লঞ্চ করে দিয়েছে। এই সিরিজের আওতায় তিনটি ডিভাইস – Redmi Note 13 5G, Redmi 13 Pro এবং 13 Pro+ ভারতে আনা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক নতুন স্মার্টফোনের নতুন ফিচার, দাম এবং সেল তারিখ সম্পর্কে সমস্ত কিছু।
Redmi Note 13 5G ফোনের দাম এবং বিক্রি
ফোনের দাম কত
লেটেস্ট স্মার্টফোনে 12GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজ পাওয়া যাবে। এখানে লিস্টে আমরা দিচ্ছে প্রতিটি মডেলের দাম…
6GB RAM+128GB = 17,999 টাকা
8GB RAM+256GB = 19,999 টাকা
12GB RAM+256GB = 21,999 টাকা
Experience style and power in one!
— Xiaomi India (@XiaomiIndia) January 4, 2024
Presenting the #RedmiNote13 5G, featuring:
– Super Slim Design
– Super Thin Bezels
– 120Hz Pro AMOLED Display
– Up to 12GB RAM
– Corning® Gorilla® Glass 5
Starting price at ₹16,999* | Sale starts from 10th Jan
Know more:… pic.twitter.com/RsnV4sQMpW
ফোনের বিক্রি এবং অফার
রেডমি নোট 13 ফোনের প্রথম বিক্রি 10 জানুয়ারি থেকে করা হবে। ফোনের সেল অফলাইন এবং অনলাইন Amazon India থেকে করা হবে। এছাড়া ফোনেটি ICICI ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড পেমেন্টে 1000 টাকার ছাড় দেওয়া হবে। পুরানো ফোনে 1000 টাকার এক্সচেঞ্জে বোনসও দেওয়া হচ্ছে।
নতুন Redmi Note 13 ফোনের স্পেসিফিকেশন
রেডমি নোট 5G ফোনটি 6.67 ইঞ্চি FullHD+ ডিসপ্লেতে লঞ্চ করা হয়েছে। ফোনের ডিসপ্লেতে pOLED প্যানেলে তৈরি এবং এতে 120Hz রিফ্রেশ রেট থাকবে।
এই রেডমি ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 অক্টা-কোর প্রেসসর দেওয়া হয়েছে। এতে গ্রাফিক্সের জন্য মালি-G57 জিপিইউ সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। Redmi Note 13 5G ফোনের পিছনের প্যানেলে একটি 108-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে, যা একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সরের সাথে কাজ করে।
সেলফি এবং ভিডিওর জন্য রেডমি নোট 13 5G ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে 1080p 30fps ক্ষমতা সহ ভিডিও রেকর্ডিং করা যাবে।
ফোনে পাওয়ার দিতে রেডমি নোট 13 5G ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এতে চার্জ করতে 33W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Upcoming Smartphone: 9 জানুয়ারি ভারতে আসছে সস্তা Moto G34 5G ফোন, জানুন কী থাকবে ফিচার
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile