Redmi Note 12R হবে বিশ্বের প্রথম Snapdragon 4 Gen 2 প্রসেসর যুক্ত ফোন, এই দিন হবে লঞ্চ

Redmi Note 12R হবে বিশ্বের প্রথম Snapdragon 4 Gen 2 প্রসেসর যুক্ত ফোন, এই দিন হবে লঞ্চ
HIGHLIGHTS

Redmi Note 12R Pro এর লঞ্চের পর কোম্পানির Redmi Note 12R ফোনে কাজ করা শুরু করে দিয়েছে

আপকামিং Redmi Note 12R ফোনটি লঞ্চের আগেই চিনা টেলিকম সাইটে দেখা গেছে

Redmi Note 12R ফোনটি 30 জুন লঞ্চ করা যেতে পারে, যা চিনের বাজারে আনা হবে

Xiaomi এর সাব-ব্র্যান্ড Redmi এপ্রিস মাসের শেষের দিকে চিনের বাজারে Redmi Note 12R Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনটি বাজারে 20,500 টাকার দামে  আনা হয়েছিল। Redmi Note 12R Pro-তে একটি 6.67-ইঞ্চি OLED ডিসপ্লে, একটি Snapdragon 4 Gen 1 SoC, 12GB RAM, একটি 48MP ডুয়াল-ক্যামেরা সেটআপ এর মতো ফিচার অফার করা হয়েছে।

এখন একটি নতুন খবরে জানা গেছে যে, Redmi Note 12R Pro এর লঞ্চের পর কোম্পানির Redmi Note 12R ফোনে কাজ করা শুরু করে দিয়েছে এবং শীঘ্রই এর ঘোষনা করতে পারে। রেডমির এই আপকামিং Redmi Note 12R ফোনটি লঞ্চের আগেই চিনা টেলিকম সাইটে দেখা গেছে।

চিনা টেলিকম লিস্টিং থেকে Redmi Note 12R-এর সম্পূর্ণ স্পেসিফিকেশন, দাম, রেন্ডার এবং সেল তারিখের ডিটেল জানা গেছে।

Redmi Note 12R ফোনে থাকতে পারে Snapdragon 4 Gen 2 প্রসেসর

রেডমি নোট 12r ফোনের বিষয় চিনা টেলিকম সাইট থেকে প্রকাশ হয়েছে, যেখানে ফোনটি 23076RA4BC মডেল নম্বরের সাথে লিস্ট করা হয়েছে। এখানে দেওয়া হয়েছে যে ফোনে ‘SM4450’ চিপসেট দেওয়া হবে, অনুমান করা হচ্ছে যে এটি কোয়ালকম Snapdragon 4 Gen 2 প্রসেসর হতে পারে।

আরও পড়ুন: OnePlus Nord 3, Nord CE 3 Features: OnePlus একসঙ্গে দুটো ফোন আনছে ভারতে, জুলাইয়ে লঞ্চের আগেই ফাঁস তথ্য! থাকবে কী কী ফিচার?

Redmi Note 12R ফোনে কী থাকবে স্পেসিফিকেশন

লিক অনুযায়ী, এই ফোনে 6.79-ইঞ্চি FullHD+ ডিসপ্লে থাকতে পারে, যা পাঞ্চ-হোল এর সাথে আসবে।

প্রসেসর হিসাবে, Redmi Note 12R ফোনে Qualcomm Snapdragon 4 Gen 2 Octacore প্রসেসর থাকতে পারে।

RedmiNote 12r

আপকামিং স্মার্টফোনটি 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ সহ আসতে পারে।

ফোনে ক্যামেরা হিসেবে রিয়ারে ডুয়াল লেন্স সেটআপ থাকতে পারে, যার প্রাইমারি 50-মেগাপিক্সেল লেন্স এবং 2-মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স অন্তর্ভুক্ত থাকতে পারে।

ফোনকে পাওয়ার দিতে Redmi Note 12R ফোনে 5,000mAh ব্যাটারি থাকবে বলে জানা গেছে।

আরও পড়ুন: Price cut alert! Oneplus এর কম দামি 5G ফোন হয়ে গেল আরও সস্তা, করতে হবে এখন মাত্র এই টাকা খরব

কবে লঞ্চে হবে Xiaomi Redmi Note 12R ফোন?

রিপোর্ট অনুযায়ী, শাওমির এই ফোনটি চলতি মাসেই বাজারে আসতে পারে। Redmi Note 12R ফোনটি 30 জুন লঞ্চ করা যেতে পারে, যা চিনের বাজারে আনা হবে। এই ফোনের ভারতীয় লঞ্চ সম্পর্কে এখনও কিছু তথ্য পাওয়া যায়নি।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo