Xiaomi -এর তরফে নতুন ফোন লঞ্চ করা হল। গত সপ্তাহে লিস্টিং প্রকাশ্যে এসেছিল এই ফোনের। এবার চিনের বাজারে লঞ্চ করল Redmi Note 12R।
এটি এই কোম্পানির নতুন বাজেট ফোন। এখানে 5G পরিষেবা পাওয়া যাবে। এখানে রয়েছে 6.79 ইঞ্চির একটি Full HD+ 90 Hz LCD ডিসপ্লে।
এখানে ডিসপ্লেতে একটি পাঞ্চ হোল কাট আউট আছে। এখানেই থাকবে সেলফি ক্যামেরা। এটি পরিচালিত হবে Snapdragon 4 Gen 2 প্রসেসরের সাহায্যে।
এই বাজেট ফোনের রিয়ার ক্যামেরায় গ্রাহকরা পাবেন ডুয়াল রিয়ার ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 2 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় রয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেন্সর। এটার সাহায্যে সেলফি তোলা যাবে।
এখানে গ্লাস ব্যাক রয়েছে। সঙ্গে পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অর্থাৎ নিরাপত্তার জন্য এই ফিচার থাকবে এই ফোনে। 18W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি থাকবে এই ফোনে, সঙ্গে একটি 22.5W চার্জার থাকবে।
1. ডিসপ্লে: এই ফোনে গ্রাহকরা পেয়ে যাবেন 6.79 ইঞ্চির একটি Full HD+ LCD ডিসপ্লে। এখানে 90 HZ রিফ্রেশ রেট রয়েছে। পেয়ে যাবেন 2460X1080 পিক্সেলের রেজোলিউশন।
2. প্রসেসর – Snapdragon 4 Gen 2 প্রসেসরের সাহায্যে চলবে এই ফোন। এখানে Adreno 613 GPU আছে।
3. স্টোরেজ – এই ফোনে গ্রাহকরা একাধিক RAM অপশন পাবেন। এর মধ্যে আছে 4 GB RAM, 6 GB RAM এবং 8 GB RAM। এছাড়া স্টোরেজ ভ্যারিয়েন্ট হিসেবে থাকবে 128 GB ইন্টারনাল স্টোরেজ এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। তবে এটি মাইক্রো এসডি কার্ডের সাহায্যে 1 TB পর্যন্ত বাড়ানো যাবে।
4. অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলবে এই ফোন।
5. ডুয়াল সিম সাপোর্ট করবে এই ফোন।
6. 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 2 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে। সঙ্গে একটি LED ফ্ল্যাশ পাবেন। ফ্রন্ট ক্যামেরায় আছে 5 মেগাপিক্সেলের একটি সেন্সর।
7. সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এখানে।
8. 3.5 mm অডিও জ্যাক পাবেন। এটির ওজন 199 গ্রাম।
9. কানেকটিভিটির জন্য এই ফোনে আছে 5G, ডুয়াল 4G Volte, Wifi, ব্লুটুথ, GPS, USB টাইপ সি পোর্ট পাবেন।
এই ফোনটি গ্রাহকরা তিনটি রঙে কিনতে পারবেন। এগুলো হল মিডনাইট ব্ল্যাক, স্পেস ব্লু, গ্রেডিয়েন্ট কালার।
এই ফোনটির 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কিনতে খরচ হবে 1,099 YUAN বা প্রায় 12,530 টাকা। 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কিনতে খরচ হবে 1,199 YUAN বা প্রায় 13,670 টাকা। 1,599 YUAN বা 18,240 টাকার বিনিময়ে কেনা যাবে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। 1,799 YUAN বা 20,520 টাকার বিনিময়ে কিনতে পারবেন 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল মেমোরি যুক্ত মডেল।