Redmi -এর তরফে সদ্যই দেশে লঞ্চ করা হল দুটো ব্র্যান্ড নিউ ফোন। এই ফোন দুটি হল Redmi 12C এবং Redmi Note 12 4G। এই দুটি ফোনই হল বাজেট ফোন। 15,000 টাকার মধ্যেই কেনা যাবে এই দুটিকে। Redmi 12C ফোনটিতে আছে ওয়াটারড্রপ নচ সহ একটি রিয়ার মাউন্টেড ফিজিক্যাল ফ্রিঙ্গারপ্রিন্ট সেন্সর। দেখুন এই ফোনের দাম কত আছে কোন কোন ফিচার।
Redmi 12C ফোনটির দাম ভারতের বাজারে 8,999 টাকা থেকে শুরু হচ্ছে। এই দামে 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে। অন্যদিকে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটি মিলবে 10,999 টাকায়। এটি গ্রাহকরা ম্যাট ব্ল্যাক, মিন্ট গ্রিন, রয়াল ব্লু, ল্যাভেন্ডার পার্পল রঙে কিনতে পারবেন। এই ফোনটি এখন গ্রাহকরা কিনলে 500 টাকা ছাড় পাবেন ব্যাংক অফার হিসেবে। অর্থাৎ এই ফোনের দুটি মডেল এখন 8,499 এবং 10,499 টাকায় কেনা যাবে। গ্রাহকরা এটিকে আগামী 6 এপ্রিল থেকে কিনতে পারবেন। Flipkart, Amazon, Mi, ওয়েবসাইট সহ Mi হোম স্টোর এবং অন্যান্য রিটেল আউটলেট থেকে কেনা যাবে। পুরনো ফোন বদলে এই নতুন ফোন কিনলে আরও 500 টাকার ছাড় মিলবে।
1. এই ফোনে আছে 6.71 ইঞ্চির HD+ ডিসপ্লে সহ 60 HZ রিফ্রেশ রেট। এখানে 20:9 অ্যাসপেক্ট রেশিও মিলবে। আছে 1600X720 পিক্সেলের রেজোলিউশন।
2. 10W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে
3. কানেকটিভিটির জন্য এই ফোনে মিলবে ব্লুটুথ, GPS, 4G LTE, ইত্যাদি।
4. MediaTek Helio G85 প্রসেসর আছে এই ফোনে। সঙ্গে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে। তবে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে এটি বাড়ানো যাবে। 5 GB এক্সটেন্ডেবল RAM আছে এই ফোনে।
5. সিকিউরিটির জন্য রিয়ার প্যানেলে আছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
6. অ্যান্ড্রয়েড 12 আছে এই ফোনে।
7. ডুয়াল রিয়ার ক্যামেরা মিলবে এই ফোনে। প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 2 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর। ফ্রন্ট ক্যামেরায় আছে 5 মেগাপিক্সেলের একটি সেন্সর।
8. এটির ওজন 192 গ্রাম। এটির দৈর্ঘ্য, প্রস্থ, চওড়া 168.76mm X 76.41mm X 8.77mm।