Redmi Note 12 ফোনে থাকবে প্রিমিয়াম ফিচার, থাকবে 210W ফাস্ট চার্জিং

Redmi Note 12 ফোনে থাকবে প্রিমিয়াম ফিচার, থাকবে 210W ফাস্ট চার্জিং
HIGHLIGHTS

চলতি সপ্তাহেই 210W ফাস্ট চার্জিং সুবিধা সহ লঞ্চ করছে Redmi Note 12

200MP মেগাপিক্সেলের ক্যামেরা আছে এই ফোনে

কার্ভড AMOLED ডিসপ্লে থাকতে পারে এই ফোনে

Redmi মানেই সস্তায় পুষ্টিকর। আর সেই কারণেই ভারতে Xiaomi এর এই সাব ব্র্যান্ডের ফোনগুলো এতটা জনপ্রিয়, এখানে অল্প দামে একাধিক দুর্দান্ত ফিচার পাওয়া যায়। ভারতের বাজারে এই সংস্থার সাফল্য এসেছিল Redmi Note 4 এর হাত ধরে। Redmi Note সিরিজের প্রতিটা ফোনই ভারতে দারুন জনপ্রিয় একমাত্র ব্যতিক্রম Redmi Note 6 Pro।

Redmi Note 12 সিরিজ আগামীকাল অর্থাৎ 27 অক্টোবর লঞ্চ করতে চলেছে। অল্প দামে দারুন সব ফিচার মিলবে এই ফোনে। এমনটাই জানা গিয়েছে। এতদিন যে ফিচারগুলো 40,000 বা তার বেশি দামের ফোনে দেখা যেত এখন সেই ফিচার এই ফোনে দেখা যেতে চলেছে।

Redmi Note 12 এ মোট তিনটি ফোন আত্মপ্রকাশ ঘটাবে। এই ফোনগুলো হল Redmi Note 12, Redmi Note 12 Pro এবং Redmi Note 12 Pro+। Xiaomi এর তরফে লঞ্চ পোস্টার রিলিজ করা হয়েছে এই ফোনের। MediaTek Dimensity 1080 প্রসেসর, 50 MP Sony IMX 766 মেন সেন্সর থাকতে পারে Redmi Note 12 তে। ইমেজ স্টেবিলাইজেশনের সুবিধাও থাকবে এই ফোনে।

Redmi Note 12

অন্যদিকে Redmi Note 12 তে গ্রাহকরা পাবেন 67W ফাস্ট চার্জিং এর সুবিধা, আর Redmi Note 12 Pro তে 120W এবং Redmi Note 12 Pro+ তে 210W ফাস্ট চার্জিং এর সুবিধা মিলবে। ফলে কয়েক মিনিটেই ফুল চার্জ করা যাবে এই ফোনটিকে।

200মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে Redmi Note 12 Pro+ এ। এছাড়াও এই মিড রেঞ্জের ফোনে মিলবে কার্ভড AMOELD ডিসপ্লে। জানা গিয়েছে শুক্রবার অর্থাৎ 27 তারিখ Redmi Note 12 সিরিজ চিনে লঞ্চ হবে। Xiaomi এর তরফে আগামী বছরের শুরুর দিকে এই ফোন লঞ্চ করা হবে বলে অনুমান করা হচ্ছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo