Redmi Note 12 Pro+ আসতে পারে, কিন্তু অন্য নামে, Xiaomi 12i Hypercharge, কী কী ফিচার থাকবে?

Updated on 01-Nov-2022
HIGHLIGHTS

ভারতে আসতে পারে Redmi Note 12 Pro+

Xiaomi 12i Hypercharge নামে এই ফোন ভারতে আত্মপ্রকাশ ঘটাতে পারে

এই মিড রেঞ্জ ফোনের দাম হবে 30,000 টাকা মতো

Redmi এর তরফে ইতিমধ্যেই তাদের Redmi Note 12 সিরিজ লঞ্চ করা হয়েছে। এই সিরিজ লঞ্চ করেছে চিনে। জানা গিয়েছে এবার এই Redmi Note 12 সিরিজের ফোনগুলো ভারতে আত্মপ্রকাশ ঘটাতে চলেছে। অন্যান্য ফোনের মধ্যে যে ফোনটির ভারতে আত্মপ্রকাশ ঘটানোর চান্স সব থেকে বেশি সেটা হল Redmi Note 12 Pro+। BIS সার্টিফিকেশন পেয়েছে এই ফোনটি। এটি আদতে একটি মিড রেঞ্জ ফোন। কিন্তু এই ফোন কবে ভারতে আসবে সেটা এখনও স্পষ্ট করে কিছুই জানা যায়নি।

ক্যাসপার স্কির্জ়পেক MIUI এর টেস্টার তাঁর একটি টুইটে জানিয়েছেন যে, বলা ভাল দাবি করেছেন যে এই Redmi Note 12 Pro+ ফোনটি দেশে এক নামে আত্মপ্রকাশ ঘটাবে না। বরং এটি Xiaomi 12i Hypercharge নামে লঞ্চ করতে পারে। তবে এটা যে ভীষণ চমকপ্রদ কোনও তথ্য বা নতুন কিছু এমনটা একেবারেই নয়। এর আগেও বহু ফোন চিনে একটা নামে লঞ্চ করার পর দেশের বাজারে আরেক নাম আত্মপ্রকাশ ঘটিয়েছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, Redmi Note 11 Pro+ ফোনটির কথা। এই ফোনটি চিনে এই নামে লঞ্চ করলেও ভারতে এটি আত্মপ্রকাশ করেছিল Xiaomi 11i Hypercharge হিসেবে। জানুয়ারি মাসে এই ফোনটি ভারতে লঞ্চ হয়েছিল।

এই ফোনে কী কী ফিচার মিলবে?

এই ফোনে আছে দ্রুত চার্জ হওয়ার সুবিধা সহ একাধিক প্রিমিয়াম ফিচার। জানা গিয়েছে Redmi Note 12 Pro+ যখন ভারতে Xiaomi 12i Hypercharge হিসেবে লঞ্চ করবে তখন তাতে 120W ফাস্ট চার্জিং এর সুবিধা দেওয়া হবে। ইতিমধ্যে চিনে লঞ্চ হয়ে যাওয়া Redmi Note 12 Pro+এ যা যা ফিচার রয়েছে সেগুলো সবই এই ফোনে দেখা যাবে। MediaTek Dimensity 1080 প্রসেসর সহ এই ফোনটি ভারতে লঞ্চ করতে পারে, এছাড়া এতে থাকতে পারে HDR 10+ 120 HZ রিফ্রেশ রেট সহ 6.67 ইঞ্চির একটি OLED ডিসপ্লে। এছাড়া 120W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি থাকতে পারে এই ফোনে। ট্রিপল রিয়ার ক্যামেরা থাকতে পারে এই ফোনে যেখানে প্রাইমারি সেন্সর থাকবে 200মেগাপিক্সেলের, সঙ্গে 8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটি সেন্সর থাকবে। অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সুবিধা থাকবে এই ফোনে।

কত দাম হবে?

অনুমান করা হচ্ছে ভারতে এই ফোন 30,000 টাকায় লঞ্চ করতে পারে, কারণ এর ঠিক আগের মডেলটি 26,999 টাকায় লঞ্চ করেছিল। তবে চিনে Redmi Note 12 Pro+ এর দাম রাখা হয়েছে CNY 2,099 যা ভারতীয় মূল্যে 24,000 টাকা। কিন্তু ভারতে এই ফোনের দাম বাড়বে, 25,000 থেকে 30,000 এর মধ্যেই Xiaomi এই ফোনের দাম রাখতে চলেছে।

Connect On :