Redmi কোম্পানি যবে তাদের প্রথম Note সিরিজ ভারতে লঞ্চ করেছিল সেটার পর 8 বছর কেটে গিয়েছে। এরই মধ্যে Redmi এর তরফে নতুন ঘোষণা করা হল। জানা গিয়েছে শীঘ্রই Redmi Note 12 লঞ্চ করতে চলেছে। যদিও এখনও প্রযন্ত আনুষ্ঠানিক ভাবে জানা যায়নি যে এই ফোন ভারতে কবে লঞ্চ করতে চলেছে, তবে গুজব অনুযায়ী আগামী কয়েক মাসের মধ্যেই ফোনটি ভারতে আসতে চলেছে। 2023 এর প্রথম ভাগই এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করতে পারে বলে জানা গিয়েছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণার জন্য এখনও বেশ কিছু দিন আমাদের অপেক্ষা করতে হবে।
ইতিমধ্যেই Xiaomi কোম্পানির তরফে চিনে এই ফোনটির পর্দা উন্মোচন করা হয়েছে। এবং জানা গিয়েছে চিনে যে ভ্যারিয়েন্ট লঞ্চ হবে এই ফোনের সেটার থেকে ভারতের ভ্যারিয়েন্টটি বেশ অনেকটাই আলাদা হবে। দুটো ভ্যারিয়েন্টে একদম আলাদা ধরনের স্পেসিফিকেশন থাকবে বলেই জানা গিয়েছে।
Redmi Note 12 সিরিজে তিনটি ফোন থাকবে বলেই জানা গিয়েছে। এই তিনটি ফোন হল, Redmi Note 12, Redmi Note 12 Pro এবং Redmi Note 12 Pro Plus। তবে ভারতে হয়তো এই তিনটি মডেলই আসবে না। এই সিরিজের একটা বা দুটো মডেল হয়তো লঞ্চ করা হবে ভারতে। বর্তমানে এই চিনা কোম্পানির যে Note 11 সিরিজ আছে সেখানে একাধিক ফোনের মডেল আছে, যেমন Redmi Note 11 Pro+ 5G, Redmi Note 11 SE, Redmi Note 11 Pro, Redmi Note 11s, Redmi Note 11, Redmi Note 11T 5G।
জানা গিয়েছে এই ফোনটি 4টি স্টোরেজ ভ্যারিয়েন্ট নিয়ে লঞ্চ হতে চলেছে চিনে। 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত ফোনটি হবে টপ মডেল সেটার দাম পড়বে CNY 1,699 বা ভারতীয় মূল্যে 19,300টাকা কম বেশি। এবং এই ফোনের যে বেস ভ্যারিয়েন্ট হবে সেখানে থাকবে 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। এই মডেলের দাম হবে CNY 1,199 যা ভারতীয় মূল্যে কম বেশি 13,600টাকা হবে। এছাড়া 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম পড়বে CNY 1,299 বা 14,600 টাকা কম বেশি। আর 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত ফোনটির দাম হবে CNY1,499 বা 17,000 টাকা কম বেশি।
জানা গিয়েছে চিনে যে মডেল লঞ্চ হবে এই ফোনের সেখানে ফ্ল্যাট এজ ডিজাইন পাওয়া যাবে যেমনটা আমরা iPhone 12 এর ক্ষেত্রে দেখেছিলাম। এছাড়া এখানে 120 Hz রিফ্রেশ রেট এবং 2400X1080 পিক্সেলের রেজোলিউশন সহ 6.67 ইঞ্চির একটি OLED ডিসপ্লে আছে। Qualcomm Snapdragon 4 Gen 1 প্রসেসরের সাহায্যে এই ফোনটি পরিচালিত হবে। অ্যান্ড্রয়েড 12 থাকবে এই হবে। সঙ্গে 33W ফাস্ট চার্জিং এর সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি থাকবে Redmi Note 12এ। 48 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা থাকবে এই ফোনে সঙ্গে 2 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা থাকবে। R সেলফি তোলার জন্য এবং ভিডিও কলের জন্য এখানে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া হবে।