অবশেষ প্রতীক্ষার অবসান ঘটল। Redmi -এর সেই বহু প্রতীক্ষিত ফোন Redmi Note 12 সিরিজ ভারতে লঞ্চ করল। এই সিরিজে রয়েছে তিনটি স্মার্টফোন। এগুলো হল রেশমি Note 12 5G, Redmi Note 12 Pro, Redmi Note 12 Pro Plus। এগুলোর মধ্যে Redmi Note 12 5G ফোনটি হল সব থেকে সস্তা।
Redmi Note 12 5G ফোনটি পরিচালিত হবে Qualcomm Snapdragon 4 Gen 1 প্রসেসর এবং অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমের সাহায্যে। এখানে দুটি ভ্যারিয়েন্ট মিলবে 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ এবং আরেকটিতে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছেন এছাড়া এখানে আছে 6.67 ইঞ্চির একটি Full HD+ সুপার AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেতে মিলবে 120 HZ রিফ্রেশ রেট। সঙ্গে আছে স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট কর্নিং গোরিলা গ্লাস।
এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। যেখানে 48 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা আছে। সঙ্গে আছে একটি 8 এবং আরেকটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা। অন্যদিকে সেলফি তোলার জন্য এবং ভিডিও কলের জন্য আছে 13মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। সঙ্গে মিলবে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি।
এবার আসুন Redmi Note 12 5G এবং Redmi Note 11 Pro- এর তুলনায় করা যাক। অর্থাৎ একটার একদম বেস ভ্যারিয়েন্ট এবং আরেকটি হল সেটার টপ ভ্যারিয়েন্ট। Redmi Note 12 5G ফোনটির দাম দেশে রাখা হয়েছে 17,999 টাকা। অন্যদিকে Redmi Note 11 Pro ফোনটির দামও 17,999 টাকা। এই ফোনে আছে MediaTek Dimensity Helio G96 প্রসেসর। এখানেও মিলবে 6.67 ইঞ্চির একটি MOLED ডিসপ্লে।
এই ফোনটি পরিচালিত হয় অ্যান্ড্রয়েড 11 এর সাহায্যে। এখানে আছে 6 এবং 8GB এর RAM। Redmi Note 11 Pro ফোনটিতে আছে কোয়াড ক্যামেরা যেখানে প্রাইমারি ক্যামেরায় আছে 108 মেগাপিক্সেলের একটি সেন্সর। 5000mAh ব্যাটারির একটি ব্যাটারি হবে। এবার দুটো ফোনের মধ্যে কোন ফোনটি বেশি ভালো ভাবছেন? উল্লিখিত ফিচারগুলোর মধ্যে তুল্যমূল্য আলোচনা করুন। তারপর নিজেই ঠিক করে নিন কোনটা আপনার জন্য ঠিক। Redmi Note 11 Pro এর ক্যামেরা, ব্যাটারি যেমন Redmi Note 12 5G এর থেকে ভাল। তেমনই Redmi Note 12 5Gতে পেয়ে যাবেন Redmi Note 11 Pro এর তুলনায় ভাল অপারেটিং সিস্টেম, প্রসেসর।