Xiaomi-এর সাব ব্র্যান্ড Redmi তাদের আগামী ফোনের সিরিজ শীঘ্রই ভারতে লঞ্চ করতে চলেছে। আগামী বছরের জানুয়ারি মাসেই ভারতে আসছে Redmi Note 12 সিরিজ। এতদিন এই বিষয় নিয়ে নানান আলোচনা চলেছে, এবার সেই বিষয়ে Redmi কোম্পানির তরফে আনুষ্ঠানিক ঘোষণা করা হল। যদিও কোম্পানির তরফে এখনও কোনও নির্দিষ্ট দিন জানানো হয়নি।
Redmi- এর তরফে এই ফোনের ক্যামেরা মডিউল কেমন হবে সেটার ছবি প্রকাশ্যে আনা হয়েছে। আর এই ছবিগুলো দেখে মনে হচ্ছে ফোনটি iPhone 13 এর ক্যামেরা মডিউল থেকে ভীষণ রকম অনুপ্রাণিত হয়েছে। ইতিমধ্যেই এই ফোনের সিরিজটি চিনে লঞ্চ করে গিয়েছেন এই ফোনের সিরিজে তিনটি মডেল থাকবে। এই মডেলগুলো হল, Redmi Note 12, Redmi Note 12 Pro এবং Redmi Note 12 Pro Plus। Redmi Note 11 এর উত্তরসূরি হিসেবে এই সিরিজ লঞ্চ করতে চলেছে।
Twitter-এ Redmi Note 12 সিরিজ এর লঞ্চের কথা ঘোষণা করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে এটা কেবল নোট নয়, এটা সুপার নোট। কবে লঞ্চ করা হবে এই ফোন সেই বিষয়ে এখনও নির্দিষ্ট কোনও বার্তা পাওয়া যায়নি। কিন্তু জানা গিয়েছে আগামী বছর ফোনটি ভারতে লঞ্চ করতে চলেছে। অতীতের দিকে তাকালে দেখা যাবে Redmi তার সমস্ত Note সিরিজ জানুয়ারি মাসেই লঞ্চ করে। সেই কারণে মনে করা হচ্ছে এই ফোনটিও জানুয়ারি মাসেই আনা হবে।
চিনে দুটো স্টোরেজ ভ্যারিয়েন্ট নিয়ে লঞ্চ হয়েছে এই Redmi Note 12 Pro Plus। এই দুই মডেল হল 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ এবং আরেকটি হল 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনের বেস ভ্যারিয়েন্টটির দাম চিনে CNY 2,199, যার মূল্য ভারতীয় অর্থে কম বেশি 25,000 টাকা। অন্যদিকে টপ ভ্যারিয়েন্টটির দাম CNY 27,300। যা ভারতীয় মূল্যে কম বেশি 27,300 টাকা। এই ফোনটি নীল, সাদা এবং কালো রঙে উপলব্ধ হবে।
Redmi Note 12 Pro ফোনটি একাধিক স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। 6 GB RAM এবং 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম CNY 1,699 যা ভারতীয় মূল্যে কম বেশি 19,300টাকা। 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ মডেলের দাম CNY 1,799 , যা ভারতীয় মূল্যে প্রায় 20,400টাকা। 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ মডেলের দাম CNY 1,999 যা ভারতীয় মূল্যে প্রায় 22,700টাকা। এবং টপ ভ্যারিয়েন্টটিতে মিলবে 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। এটার দাম CNY 2,199 যা ভারতীয় মূল্যে প্রায় 24,900টাকা।
অন্যদিকে এই সিরিজে যেটা স্ট্যান্ডার্ড মডেল আছে সেটি চারটি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে। 4 GB RAM এবং 128 GB মডেলের দাম CNY 1,199 বা প্রায় 13,600 টাকা। অন্যদিকে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম CNY 1,299 বা 14,600 টাকা। 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম CNY 1,499 টাকা যার মূল্য ভারতীয় অর্থে 17,000টাকা। 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম CNY 1,699 বা কম বেশি 19,300 টাকা।