2000 টাকা দাম কমল Redmi Note 12 ফোন, New Price জানেন কত । Tech News

Updated on 26-Sep-2023
HIGHLIGHTS

Redmi এর নতুন Redmi Note 12 4G Price Cut ফোনের দাম একধাপে কমিয়ে দেওয়া হল।

Redmi এই ফোনের দুটি ভ্যারিয়্যান্টেই 2000 টাকা কমিয়ে দিয়েছে।

এই ফোনে 50MP ক্যামেরা, কোয়ালকম প্রসেসর মতো ফিচার দেওয়া হয়েছে।

Xiaomi সাব-ব্র্যান্ড Redmi এর নতুন Redmi Note 12 4G Price Cut ফোনের দাম একধাপে কমিয়ে দেওয়া হল। Redmi note 12 4G Specs এর কথা বললে ফোনে 50MP ক্যামেরা, কোয়ালকম প্রসেসর মতো ফিচার দেওয়া হয়েছে। বলে দি যে এই ফোনটি চলতি বছরের মার্চ মাসে লঞ্চ করা হয়েছে। Redmi Note 12 4G New Price আসার পর ফোনটি ই-কমার্স সাইট থেকে কম দামে কেনা যাবে।

ফোনটি লঞ্চ হওয়ার মাত্র 6 মাস পরেই কোম্পানি এই ফোনটি তার আসল দাম থেকে আরও সস্তা করে দিয়েছে।

আরও পড়ুন: Dhamaka Offer! মাত্র 99 টাকায় 40GB High-Speed Data দিচ্ছে Airtel

কত টাকা সস্তা হল Redmi Note 12 4G Price cut

Redmi Note 12 4G Price cut

Redmi Note 12 4G ফোনটি দুটি মডেলে বাজারে আনা হয়েছে-

6GB RAM + 64GB স্টোরেজ
6GB RAM + 128GB স্টোরেজ

Redmi এই ফোনের দুটি ভ্যারিয়্যান্টেই 2000 টাকা কমিয়ে দিয়েছে।

Redmi Note 12 4G New Price ফোনের নতুন দাম কত

ছাড়ের পর Redmi Note 12 ফোনের 6GB+ 64GB স্টোরেজ এবং 6GB+128GB স্টোরেজ মডেলগুলি 12,999 টাকা এবং 14,999 টাকায় কেনা যাবে।

আরও পড়ুন: Xiaomi 14 Pro Camera ডিটেল লঞ্চের আগেই ফাঁস, জানুন কবে হবে Launch । TECH NEWS

Redmi Note 12 4G New Price sale: কবে থেকে এবং কোথায় পাবেন

Redmi ফোনটি নতুন দামের সাথে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট mi.com এবং ই-কমার্স সাইট Amazon এবং Flipkart-এ লিস্ট করে দেওয়া হয়েছে।

শাওমির অফিসিয়াল সাইট থেকে Redmi Note 12 ফোনটি কিনলে 1000 টাকার অতিরিক্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তবে তার জন্য় আপনাকে HDFC, ICICI, SBI এবং Axis Bank ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। এছাড়া আপনি পুরানো ফোনের এক্সচেঞ্জে 1000 টাকার ছাড় পাবেন।

Redmi Note 12 4G Feature: ফোনে কী ফিচার দেওয়া হয়েছে

রেডমি নোট 12 ফোনে 6.67-ইঞ্চি বড় ডিসপ্লে দেওয়া, যা সুপার AMOLED স্ক্রিন এবং 120Hz রিফ্রেস রেট সহ আসে।

Redmi note 12 4G ফোনে কোয়ালকম Snapdragon 685 প্রসেসর সাপোর্ট দেওয়া, যা ফোনের পারফরম্যান্স বাড়িয়ে তোলে।

Redmi Phone-এ 6GB RAM এর সাথে 5GB ভার্চুয়াল RAM অফার করে। এই ফোনে মোট 11GB পর্যন্ত RAM পাওয়া যাবে।

Redmi Note 12 4G Features

আরও পড়ুন: Amazon Great Festival Sale 2023: 40% পর্যন্ত দেদার ছাড়ে Smartphone, জানুন কবে থেকে শুরু

ফটোগ্রাফির জন্য ফোনের ব্যাক প্যানেল ট্রিপর রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, যার মেইন সেন্সর 50MP রয়েছে। এতে 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো ক্যামেরা থাকছে। ফ্রন্টে রয়েছে 13MP সেলফি ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে যা 33W ফাস্ট চার্জিং দেওয়া।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :