Redmi Note 11SE শীঘ্রই আসছে ভারতে, থাকছে 64MP ক্যামেরা সহ 5000mAh ব্যাটারি

Redmi Note 11SE শীঘ্রই আসছে ভারতে, থাকছে 64MP ক্যামেরা সহ 5000mAh ব্যাটারি
HIGHLIGHTS

ভারতে 26 আগস্ট আসতে চলেছে রেডমি নোট 11SE

এই ফোনে থাকবে 64 মেগাপিক্সেল ক্যামেরা 5000mAh ব্যাটারি সহ একাধিক ফিচার

26 আগস্ট লঞ্চ হতে চলেছে এই ফোনটি

Redmi এর নতুন ফোন চলতি মাসেই ভারতে আসতে চলেছে। জানা গিয়েছে 26 আগস্ট ভারতে আসছে Redmi Note 11SE। লঞ্চ হওয়ার কদিন পরেই এই ফোন E-commerce সাইট ফ্লিপকার্ট (Flipkart) থেকে কিনতে পারবেন গ্রাহকরা। 31 আগস্ট থেকেই কেনা যাবে এই নতুন ফোনটি। MediaTek Helio G95 প্রসেসর থাকতে পারে এই ফোনে যেমনটা Xiaomi এর সাব ব্র্যান্ড রেডমির অন্যান্য ফোনে থাকে। এছাড়া এই নতুন ফোনটিতে থাকতে পারে 6.43 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে। এই ফোনে থাকবে কোয়াড ক্যামেরা সেট আপ যার প্রাইমারি ক্যামেরাটি হবে 64 মেগাপিক্সেলের। আর ফ্রন্ট ক্যামেরায় থাকবে 13 মেগাপিক্সেলের সেন্সর।

26 আগস্ট এই ফোন লঞ্চ হবে আর 31 আগস্ট থেকে ফ্লিপকার্টে উপলব্ধ হবে কেনার জন্য। Redmi Note 11SE এর তিনটি ভ্যারিয়েন্ট আসছে, 6GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ, 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। থাকছে চারটি রঙের অপশনও। এই রঙগুলো হল, কসমিক হোয়াইট, বিফ্রস্ট ব্লু, শ্যাডো ব্ল্যাক এবং থান্ডার পার্পল। তবে এই ফোনটির দাম কেমন হবে সেই বিষয়ে এখনই কিছু জানা যায়নি। কিন্তু মনে করা হচ্ছে 15,000 টাকার আশপাশেই হবে এই ফোনের দাম।

Redmi Note 11SE তে কী কী ফিচার পাবেন জানেন?

Redmi Note 11SE

জানা যাচ্ছে এই ফোনটি আসলে Redmi 10S এরই রিব্র্যান্ড ভার্সন হিসেবে লঞ্চ করছে। এই ফোনে থাকছে 6.43 ইঞ্চির full HD+ রেজোলিউশন সহ AMOLED ডিসপ্লে, সুরক্ষার জন্য থাকবে কর্নিং গোরিলা গ্লাস। MediaTek Helio G95 প্রসেসরের সাহায্যে এই ফোন চালিত হবে বলেই মনে করা হচ্ছে। কোয়াড ক্যামেরা সেট আপ থাকবে এই ফোনে, যেখানে প্রাইমারি সেন্সর হবে 64 মেগাপিক্সেলের। সঙ্গে থাকবে দুটো 8 মেগাপিক্সেল এবং একটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিং এর জন্যে গ্রাহকরা এই ফোনে পাবেন 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা।

ওয়াটার এবং ডাস্ট রেসিসটেন্স ফিচারও থাকবে এই ফোনে যা IP 53 রেটিং প্রাপ্ত। 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh এর ব্যাটারি থাকবে এই ফোনে। জানা গিয়েছে এই ফোনটির ওজনও খুব কম, মাত্র 178.8 গ্রাম।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo