টেলিফটো ক্যামেরা সহ বাজারে আসবে Redmi K-Series এর প্রথম ফোন, লিক হল একাধিক ফিচার

টেলিফটো ক্যামেরা সহ বাজারে আসবে Redmi K-Series এর প্রথম ফোন, লিক হল একাধিক ফিচার
HIGHLIGHTS

ডিভাইসটি Redmi K-Series এর প্রথম ফোন হতে চলেছে, যা 3X অপটিকাল জুম সহ টলিফটো ক্যামেরার সাথে আসবে

Redmi K70 Pro ফোনের কিছু স্পেসিফিকেশন এবং ফিচার সম্প্রতি লিক হয়েছিল

ফোনটি মেটালিক মিডিল ফ্রেম সহ আসবে, যা Redmi K70 Pro কে মজবুত এবং প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি অফার করবে

Redmi K60 এক্সট্রিম স্পিড এডিশন, লঞ্চের পর রেডমি সংস্থা তার নতুন সিরিজে কাজ করা শুরু করে দিয়েছে। কোম্পানির এই নতুন সিরিজটি Redmi K70 হবে বলে আশা করা হচ্ছে। Redmi K70 Pro ফোনের কিছু স্পেসিফিকেশন এবং ফিচার সম্প্রতি লিক হয়েছিল, তবে এখন ফোনের ডিজাইন এবং হার্ডওয়্যার সম্পর্কে তথ্য পাওয়া গিয়েছে।

লিক থেকে জানা গিয়েছে যে আপকামিং ডিভাইসটি Redmi K-Series এর প্রথম ফোন হতে চলেছে, যা 3X অপটিকাল জুম সহ টলিফটো ক্যামেরার সাথে আসবে।

Redmi K70 Pro ফোনে থাকতে পারে টেলিফটো সেন্সর

Redmi-K70-pro

টিপস্টার DigitalChatStation এর মতে, Redmi K70 Pro একটি প্রিমিয়াম ডিভাইস হিসেবে লঞ্চ করা হবে। ফোনের ডিজাইনের কথা বললে, ফোনটি মেটালিক মিডিল ফ্রেম  সহ আসবে, যা Redmi K70 Pro কে মজবুত এবং প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি অফার করবে।

আরও পড়ুন: 15000 টাকার কম দামের সস্তা ফোন আনছে Oppo, থাকবে 5000mAh ব্যাটারি এবং 50MP ক্য়ামেরা

ডিভাইসে টেলিফটো ক্যামেরা সেন্সর থাকবে, যাক K-Series এর প্রথম ফোন হবে।

এর আগে আশা একটি রিপোর্টে জানা গেছিল যে আপকামিং Redmi K70 এর আওতায় কয়েকটি মডেল আনা হবে।

আপকামিং সিরিজের আওতায় Redmi K70e, Redmi K70 এবং Redmi K70 Pro  আনা হবে, যা সম্প্রতি 23117RK66C, 2311DRK48C এবং 23113RKC6C মডেল নম্বর সহ অনলাইনে দেখা গেছিল।

টিপস্টার DigitalChatStation এর রিপোর্টে দাবি করা হয়েছে যে, Redmi K70 সিরিজির Pro ভার্সনটি Snapdragon 8 Gen 3 প্রসেসর সহ আসবে।

Redmi-K70-pro

আরও পড়ুন: Reliance Jio AGM 2023: কেবল বা তার ছাড়াই হাই-স্পিড 5G দেবে AirFiber, এই দিন থেকে শুরু হচ্ছে পরিষেবা

Redmi K70 Pro কবে হবে লঞ্চ

  • রেডমির আপকামিং সিরিজের স্মার্টফোন চলতি বছরের শেষের দিকে বা আগামী বছর লঞ্চ করা যেতে পারে।
  • Redmi K70 Pro ফোনে কী স্পেসিফিকেশন থাকতে পারে
  • সামনে আসা কিছু রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, রেডমি K70 pro ফোনটি 2K ডিসপ্লের সাথে আসবে, যা 120Hz রিফ্রেশ রেট সহ পাঞ্চ হোল কাটআউট ফিচার সাপোর্ট করতে পারে।
  • Redmi K70 ফোনটি 24GB LPDDR5x পর্যন্ত RAM এবং 1TB UFS 4.0 পর্যন্ত স্টোরেজ সহ আসতে পারে।
  • পাওয়ার দিতে ফোনে দেওয়া হবে 5,120mAh ব্যাটারি, যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
  • আপকামিং ডিভাইসটি Android 13 ভিত্তিক MIUI 14 অপারেটিং সিস্টামে রান করবে। 
  • Redmi K70 Pro ফোনে সুরক্ষার জন্য ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে।
  • Redmi K70 Pro ফোনটি গ্লোবাল বাজারে Poco F6 Pro এর রিব্র্যান্ড ভার্সন হিসেবে আনা যেতে পারে।
Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo