Xiaomi কোম্পানির তরফে জানানো হয়েছে তাদের সাব ব্র্যান্ড Redmi K60 সিরিজ শীঘ্রই লঞ্চ হতে চলেছে। বলা ভালো Redmi K60 সিরিজের আপডেটেড ভার্সন লঞ্চ হবে এই বছরই। 2022 সালের 27 ডিসেম্বর লঞ্চ করতে চলেছে এই ফোন। তবে আগে চিনে আসবে এই ফোন। জানা গিয়েছে Redmi K60 সিরিজে তিনটি মডেল থাকবে, এই মডেলগুলো হল Redmi K60, Redmi K60E, Redmi K60 Pro। একই সঙ্গে এই ফোনগুলোতে কী কী প্রসেসর থাকবে সেটাও প্রকাশ্যে আনা হয়েছে। Xiaomi এর তরফে লঞ্চের আগেই আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে যে এই ফোনে কী প্রসেসর থাকবে, একই সঙ্গে অফিসিয়াল টিজার থেকে জানা গিয়েছে এই ফোনের নানা ফিচার সম্পর্কে। দেখুন।
এই ফোনে থাকতে চলেছে 6.67 ইঞ্চির একটি OLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকতে চলেছে 2K রেজোলিউশন এবং 120 HZ রিফ্রেশ রেট। এই ফোনটি পরিচালিত হবে Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাহায্যে। এছাড়া এখানে মিলবে ট্রিপল রিয়ার ক্যামেরা, যেখানে প্রাইমারি ক্যামেরায় থাকবে 64 মেগাপিক্সেলের সেন্সর সহ আরও দুটি ক্যামেরা থাকবে যেখানে মিলবে 8 এবং 2 মেগাপিক্সেলের সেন্সর। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় সেলফি তোলার জন্য থাকবে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। 5000mAh ব্যাটারি থাকবে এই ফোনে।
এই ফোনেও Redmi K60 Pro -এর মতো একটি 6.67 ইঞ্চির OLED ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লেতে মিলবে 2K রেজোলিউশন সহ 120 Hz রিফ্রেশ রেট। এই ফোনটি পরিচালিত হবে Snapdragon 8 Gen 2 প্রসেসরের সাহায্যে এখানেও একটি 5000mAh ব্যাটারি থাকবে। এছাড়া এখানে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা থাকবে।
এই ফোনটি পরিচালিত হবে MediaTek Dimensity 8200 প্রসেসরের সাহায্যে। এটি একটি গেমিং ফোন হতে চলেছে ঠিক যেমনটা K50 ছিল। এই সিরিজের সবটা সস্তা ফোন হতে পারে এটি। তবে আর কী কী ফিচার থাকবে এখানে তেমন কিছুই জানা যায়নি।