Redmi এর সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন Redmi A4 5G ফোনের লঞ্চ তারিখ প্রকাশ করেছে কোম্পানি। বলে দি যে রেডমি এ4 এর ঘোষণা কোম্পানি IMC 2024 ইভেন্টে করেছিল। এখন কোম্পানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (টুইটার) সাইট এই ফোনের লঞ্চ তারিখ নিশ্চিত করেছে। রেডমি X সাইটে একটি পোস্টে জানিয়েছে যে রেডমি এ4 5জি ফোনটি 20 নভেম্বর (20 November) ভারতে লঞ্চ হবে। তবে এই ফোনর লঞ্চের আগেই দাম এবং স্পেসিফিকেশন লিক হয় গেছে।
কোম্পানি এই ফোনটিকে একটি হ্যাশট্যাগ #IndiaKarega5G এর সাথে পোস্ট করেছে। রেডমি তার আপকামিং রেডমি এ4 5জি ফোনের মাইক্রোসাইটও লাইভ করে দিয়েছে যেখানে ফোনের কিছু স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে।
আরও পড়ুন: আগামী মাসেই ভারতে আসছে iQOO 13 ফোন, লঞ্চের আগেই জেনে নিন কেমন হবে ডিজাইন এবং স্পেক্স
এখন পর্যন্ত রেডমি এ4 5জি ফোনের স্পেসিফিকেশন যা নিশ্চিত হয়েছে। আপকামিং ফোনটি Snapdragon 4s Gen 2 মোবাইল প্ল্যাটফর্মে কাজ করবে। এছাড়া ফটোগ্রাফির ক্ষেত্রে এতে 50MP ডুয়াল-রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। শাওমি নিশ্চিত করেছে যে রেডমি এ4 ফোনে 5160mAh ব্যাটারি দেওয়া হবে যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
দামের কথা বললে, কোম্পানি জানিয়েছে যে আপকামিং রেডমি এ4 5জি ফোনটি 10,000 টাকার কম দামে আনা হবে।
আশা করা হচ্ছে যে রেডমি এ4 5জি ফোনটি 6.7-ইঞ্চি HD+ IPS LCD সহ 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনের সাথে 18W এর ওয়্যারড চার্জিং থাকতে পারে। ফটোগ্রাফির ক্ষেত্রে এটি 50MP প্রাইমারি রিয়ার সেন্সর এবং 8MP সেলফি শুটার সাপোর্ট করবে।
আপকামিং রেডমি ফোনটি Android 14 সহ HyperOS 1.0 স্কিনে কাজ করতে পারে।
8499 টাকার শুরুর দামে ভারতে আসতে পারে রেডমি এ4 5জি ফোনটি। এই দামে ফোনের 4GB+128GB ভ্যারিয়্যান্ট কেনা যাবে। তবে বলে দি যে ফোনের এই দামটি ব্যাঙ্ক অফারের সাথে আসবে।