এই দিন ভারতে লঞ্চ হবে Redmi এর সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন, জানুন কত হবে দাম

এই দিন ভারতে লঞ্চ হবে Redmi এর সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন, জানুন কত হবে দাম
HIGHLIGHTS

Redmi এর সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন Redmi A4 5G ফোনের লঞ্চ তারিখ প্রকাশ করেছে কোম্পানি

রেডমি X সাইটে একটি পোস্টে জানিয়েছে যে রেডমি এ4 5জি ফোনটি 20 নভেম্বর (20 November) ভারতে লঞ্চ হবে

আপকামিং রেডমি এ4 5জি ফোনটি Snapdragon 4s Gen 2 মোবাইল প্ল্যাটফর্মে কাজ করবে

Redmi এর সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন Redmi A4 5G ফোনের লঞ্চ তারিখ প্রকাশ করেছে কোম্পানি। বলে দি যে রেডমি এ4 এর ঘোষণা কোম্পানি IMC 2024 ইভেন্টে করেছিল। এখন কোম্পানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (টুইটার) সাইট এই ফোনের লঞ্চ তারিখ নিশ্চিত করেছে। রেডমি X সাইটে একটি পোস্টে জানিয়েছে যে রেডমি এ4 5জি ফোনটি 20 নভেম্বর (20 November) ভারতে লঞ্চ হবে। তবে এই ফোনর লঞ্চের আগেই দাম এবং স্পেসিফিকেশন লিক হয় গেছে।

কোম্পানি এই ফোনটিকে একটি হ্যাশট্যাগ #IndiaKarega5G এর সাথে পোস্ট করেছে। রেডমি তার আপকামিং রেডমি এ4 5জি ফোনের মাইক্রোসাইটও লাইভ করে দিয়েছে যেখানে ফোনের কিছু স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে।

আরও পড়ুন: আগামী মাসেই ভারতে আসছে iQOO 13 ফোন, লঞ্চের আগেই জেনে নিন কেমন হবে ডিজাইন এবং স্পেক্স

Redmi A4 5G ফোনে ফিচার কী থাকবে

এখন পর্যন্ত রেডমি এ4 5জি ফোনের স্পেসিফিকেশন যা নিশ্চিত হয়েছে। আপকামিং ফোনটি Snapdragon 4s Gen 2 মোবাইল প্ল্যাটফর্মে কাজ করবে। এছাড়া ফটোগ্রাফির ক্ষেত্রে এতে 50MP ডুয়াল-রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। শাওমি নিশ্চিত করেছে যে রেডমি এ4 ফোনে 5160mAh ব্যাটারি দেওয়া হবে যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

দামের কথা বললে, কোম্পানি জানিয়েছে যে আপকামিং রেডমি এ4 5জি ফোনটি 10,000 টাকার কম দামে আনা হবে।

রেডমি এ4 5জি ফোনে আর কী থাকবে স্পেসিফিকেশন

Redmi A4 5G India launch Date on 20 November

আশা করা হচ্ছে যে রেডমি এ4 5জি ফোনটি 6.7-ইঞ্চি HD+ IPS LCD সহ 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনের সাথে 18W এর ওয়্যারড চার্জিং থাকতে পারে। ফটোগ্রাফির ক্ষেত্রে এটি 50MP প্রাইমারি রিয়ার সেন্সর এবং 8MP সেলফি শুটার সাপোর্ট করবে।

আপকামিং রেডমি ফোনটি Android 14 সহ HyperOS 1.0 স্কিনে কাজ করতে পারে।

কত দাম হবে রেডমি এ4 5জি ফোনের

8499 টাকার শুরুর দামে ভারতে আসতে পারে রেডমি এ4 5জি ফোনটি। এই দামে ফোনের 4GB+128GB ভ্যারিয়্যান্ট কেনা যাবে। তবে বলে দি যে ফোনের এই দামটি ব্যাঙ্ক অফারের সাথে আসবে।

আরও পড়ুন: Jio-Airtel কে টেক্কা দিতে Vodafone Idea ফিরিয়ে আনল পুরনো সস্তা রিচার্জ প্ল্যান, জানুন কী রয়েছে সুবিধা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo