Redmi ভারতে লঞ্চ করল নতুন সস্তা ফোন, 7000 টাকার কম দামে 5000mAh ব্যাটারি রয়েছে

Redmi ভারতে লঞ্চ করল নতুন সস্তা ফোন, 7000 টাকার কম দামে 5000mAh ব্যাটারি রয়েছে
HIGHLIGHTS

শাওমি ভারতীয় বাজারে একটি সস্তা ফোন Redmi A3X লঞ্চ করে দিয়েছে

রেডমি A3X ফোনটি 3GB RAM এবং 64GB স্টোরেজ সহ 6999 টাকায় লিস্ট করা হয়েছে

রেডমির নতুন সস্তা ফোনটি ই-কমার্স সাইট Amazon থেকে বিক্রি করা হচ্ছে

একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তবে বাজারে হাজির রেডমি কোম্পানির নতুন ফোন। শাওমি ভারতীয় বাজারে একটি সস্তা ফোন Redmi A3X লঞ্চ করে দিয়েছে। রেডমির নতুন সস্তা ফোনটি ই-কমার্স সাইট Amazon থেকে বিক্রি করা হচ্ছে।

Redmi A3X ফোনটি ভারতে কত দামে কেনা যাবে

আসলে, শাওমির এই ফোনটি কোম্পানির গ্লোবাল ওয়েবসাইটে লিস্ট করা হয়েছে। কারণ এই ফোনট গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে কোম্পানি। তবে এখন নতুন রেডমি ফোনের বিক্রি ভারতেও করা হচ্ছে।

আরও পড়ুন: Motorola Razr 50 Ultra ফ্লিপ স্মার্টফোন ভারতে লঞ্চ, 50MP ডুয়াল ক্যামেরা সহ পাওয়ারফুল প্রসেসর রয়েছে

নতুন রেডমি A3X চারটি কালার Midnight Black, Starry White, Ocean Green এবং Olive Green বিকল্পে কেনা যাবে।

Redmi A3X Amazon listing price
রেডমি A3X ফোনটি 3GB RAM এবং 64GB স্টোরেজ সহ 6999 টাকায় লিস্ট করা হয়েছে

ফোনের দামের কথা বললে, রেডমি A3X ফোনটি 3GB RAM এবং 64GB স্টোরেজ সহ 6999 টাকায় লিস্ট করা হয়েছে। এছাড়া গ্রাহকরা এই ফোনে ব্যাঙ্ক অফারও পেতে পারেন।

রেডমি A3X কী কী স্পেসিফিকেশন এবং ফিচার রয়েছে

ডিসপ্লে: রেডমি ফোনে 6.71-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া। এটি 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

RAM এবং স্টোরেজ : ভারতে নতুন রেডমি ফোনটি 3GB RAM এবং 64GB স্টোরেজ সহ কেনা যাবে।

প্রসেসর: রেডমি A3X ফোনে কোম্পানি অক্টা-কোর চিপসেট পাওয়া যাবে। ফোনে Unisoc T603 প্রসেসর রয়েছে।

ডিজাইন: রেডমি A3X ফোনটি স্টাইলিশ প্রিমিয়াম Halo ডিজাইন সহ আনা হয়েছে।

ক্যামেরা: রেডমি ফোনে 8MP ডুয়াল AI ক্যামেরা এবং 5MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া য়াবে।

ব্যাটারি: পাওয়ার দিতে রেডমি ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া। এটি চার্জ করতে 10W চার্জের রয়েছে।

আরও পড়ুন: Vodafone Idea New Tariff Plan: জিও, এয়ারটেল এর পর দামি হল ভোডাফোন প্ল্যান, দেখে নিন লিস্ট

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo