মাত্র 6999 টাকায় Redmi A3x ফোনের ভারতে বিক্রি শুরু, 5000mAh ব্যাটারি সহ আর কী রয়েছে স্পেক্স জানুন

মাত্র 6999 টাকায় Redmi A3x ফোনের ভারতে বিক্রি শুরু, 5000mAh ব্যাটারি সহ আর কী রয়েছে স্পেক্স জানুন
HIGHLIGHTS

Redmi A3x ফোনের বিক্রি কোম্পানির ওয়েবসাইট থেকে শুরু হয়েছে

রেডমি এ3এক্স ফোনের 3 জিবি RAM এবং 64 জিবি স্টোরেজ মডেলের দাম 6999 টাকা রাখা হয়েছে

রেডমি এ3এক্স ফোনটি Unisoc T603 প্রসেসরে কাজ করে

Redmi A3x কোম্পানি চুপিসারে ভারতীয় বাজারে লঞ্চ করেছে। বলে দি যে এই ডিভাইস Amazon সাইটে টিজ করা হয়েছিল। তবে কোম্পানির তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষনা করা হয়েনি। এখন রেডমি এ3এক্স ফোনের বিক্রি কোম্পানির ওয়েবসাইট থেকে শুরু হয়েছে। রেডমি এ3এক্স মাত্র 6999 টাকার শুরুর দামে কেনা যাবে।

ফিচারের কথা বললে, রেডমি এ3এক্স ফোনে AI ক্যামেরা, 3GB RAM এবং 5000mAh ব্যাটারি দেওয়া। আসুন দেখে নেওয়া যাক রেডমি এ3এক্স ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

আওর পড়ুন: Jio vs Airtel: 249 টাকার প্ল্যান অফার করছে দুটি কোম্পানি, তবে জিও নাকি এয়ারটেল কে দিচ্ছে বেশি সুবিধা

Redmi A3x ফোনের দাম এবং বিক্রি কবে

কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে রেডমি A3x দুটি স্টোরেজ সহ বিক্রি হচ্ছে। এছাড়া ফোনের বেস মডেলটি অনলাইন শপিং সাইট Amazon থেকে বিক্রি হচ্ছে।

Redmi A3x Budget Phone Spotted on Google Play Console Launch India Soon

রেডমি এ3এক্স ফোনের 3 জিবি RAM এবং 64 জিবি স্টোরেজ মডেলের দাম 6999 টাকা রাখা হয়েছে। ফোনের 4 জিবি RAM এবং 128 জিবি স্টোরেজের দাম 7999 টাকা।

রেডমি A3x ফোনে ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ডিসপ্লের কথা বললে, স্মার্টফোনে 6.7-ইঞ্চি বড় HD+ ডিসপ্লে দেওয়া। এটি 1650×720 পিক্সেল রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

পারফরম্যান্সের জন্য রেডমি এ3এক্স ফোনটি Unisoc T603 প্রসেসরে কাজ করে।

ক্যামেরা ক্ষেত্রে নতুন রেডমি ফোনে ডুয়াল AI রিয়ার সেন্সর দেওয়া। এটি 8MP মেইন সেন্সর এবং 0.8MP দ্বিতীয় সেসর সহ আসে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি অফার করছে কোম্পানি। এটি চার্জ করতে 10W চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo