Redmi -এর তরফে Redmi A2 সিরিজ লঞ্চ করতে চলেছে দেশে। এই সিরিজে দুটি ফোন থাকবে। Redmi A2 এবং A2 Plus ফোন দুটি থাকবে এই সিরিজে।
ইতিমধ্যেই এই ফোন সিরিজ বিশ্ববাজারে লঞ্চ করে গিয়েছে। ফলে এই ফোনে কী কী আছে, বা কী কী থাকতে পারে সেটার একটি আভাস পাওয়া গিয়েছে।
এই দুটো ফোনের মূল পার্থক্য একটাই। আর সেট হল রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটা A2 Plus ফোনটিতে আছে।
আশা করা হচ্ছে এই ফোন দুটোয় বিশ্ববাজারে লঞ্চ হওয়া মডেলের মতোই ফিচার থাকবে।
1. Redmi A2 সিরিজে 6.52 ইঞ্চির একটি LCD ডিসপ্লে থাকবে। এখানে HD রেজোলিউশন পাওয়া যাবে। থাকবে 400 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস সহ ওয়াটার ড্রপ নচ।
2. এই ফোনগুলোয় থাকবে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যেখানে 1080P -তে 30 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। এই ফোনের রিয়ার ক্যামেরায় থাকবে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। Full HD -তে ভিডিও রেকর্ড করা যাবে ব্যাক ক্যামেরার সাহায্যে।
3. এই ফোন পরিচালিত হয় MediaTek Helio G36 প্রসেসরের সাহায্যে। এখানে আছে 10W চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি। এখানে 2 GB RAM এবং 32 GB ইন্টারনাল স্টোরেজ, 3 GB RAM এবং 32 GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। তবে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ইন্টারনাল স্টোরেজ বাড়ানো যাবে এখানে।
4. অ্যান্ড্রয়েড 12 Go এডিশনের সাহায্যে চলে এই ফোন। তবে ভারতে এই ফোন অ্যান্ড্রয়েড 13 Go এডিশনে চলতে পারে।
5. কানেকটিভিটির জন্য এই ফোনে আছে WIFI, ডুয়াল 4G Volte, ব্লুটুথ, GPS, ইত্যাদি। 3.5 mm হেডফোন জ্যাক আছে।
6. এই ফোনটি বিশ্ববাজারে তিনটি রঙে উপলব্ধ হয়েছে, কালো, নীল, সবুজ।
7. এই ফোনের Plus মডেলে অর্থাৎ Redmi A2 Plus -এ রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে যা Redmi A2 ফোনটিতে থাকবে না।
Xiaomi -এর তরফে Redmi A2 সিরিজ দেশে 19 মে সকাল 11টায় লঞ্চ করা হবে। ইতিমধ্যেই এই ফোনের টিজার প্রকাশ্যে আনা হয়েছে।