Redmi লঞ্চ করল মাত্র 8499 টাকায় 128GB স্টোরেজ সহ স্মার্টফোন, জানুন আর কী বিশেষ রয়েছে এই ফোনে

Redmi লঞ্চ করল মাত্র 8499 টাকায় 128GB স্টোরেজ সহ স্মার্টফোন, জানুন আর কী বিশেষ রয়েছে এই ফোনে
HIGHLIGHTS

Redmi এর আগে A2+ ফোনের দুটি স্টোরেজ মডেল নিয়ে এসেছিল- 4GB RAM + 64GB স্টোরেজ

কোম্পানি একই RAM কনফিগরেশনের সাথে 128GB স্টোরেজ অফার করছে

ফোনে নতুন স্টোরেজ ভ্যারিয়্যান্ট Amazon সাইট থেকে বিক্রি করা হবে

Redmi তার বাজেট স্মার্টফোনের জন্য গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়। Xiaomi-এর তরফে চলতি বছরের মে মাসে ভারতে Redmi A2 সিরিজের স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। এই সিরিজে Redmi A2 এবং Redmi A2 Plus মডেল আনা হয়েছিল। এখন কোম্পানি Redmi A2 Plus ফোনের নতুন একটি ভ্যারিয়্যান্ট চালু করেছে। আসুন ফোনের সম্পর্কে জেনে নেওয়া যাক…

Redmi এর আগে A2+ ফোনের দুটি স্টোরেজ মডেল নিয়ে এসেছিল- 4GB RAM + 64GB স্টোরেজ। তবে এবার কোম্পানি একই RAM কনফিগরেশনের সাথে 128GB স্টোরেজ অফার করছে। আসুন জেনে নেওয়া যাক নতুন ভ্যারিয়্যান্ট 4GB+128GB মডেলের বিষয় জেনে নেওয়া যাক…

কত দামে বিক্রি হবে Redmi A2+ ফোনে নতুন মডেল

সংস্থার তরফে Redmi A2+ এর নতুন ভ্যারিয়্যান্ট 4GB+128GB স্টোরেজ সম্পর্কে জানানো হয়েছে। এটি 8,499 টাকার দামে কেনা যাবে।

ফোনে নতুন স্টোরেজ ভ্যারিয়্যান্ট Amazon  সাইট থেকে বিক্রি করা হবে। পাশপাশি, এটি কোম্পানির রিটেল পার্টনার এবং অফিসিয়াল স্টোরেও বিক্রি করা হবে।

মনে করিয়ে দি যে Redmi A2+ ফোনের আগের মডেলটি 4GB RAM+64GB স্টোরজে ভ্যারিয়্যান্টে আনা হয়েছিল, যার দাম ছিল 8499 টাকা। তবে এখন 4GB RAM+ 64GB মডেলটি Amazon সাইটে 7999 টাকায় পাওয়া যাচ্ছে।

Redmi A2+ ফোনে কী রয়েছে স্পেসিফিকেশন

নতুন স্টোরেজ মডেল ছাড়া, আর কোনো পরিবর্তন করা হয়েনি এই ফোনে।

স্মার্টফোনে 6.52-ইঞ্চি HD+ ডিসপ্লে দেওয়া রয়েছে।

ফোনটি মিডিয়াটেক হেলিও G36 চিপসেটে কাজ করে।

ফোনে 8 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা রয়েছে।

এছাড়া ফোনে সিকিউরিটির জন্য় থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo