Redmi লঞ্চ করল 6,999 টাকায় স্টাইলিশ লুক ফোন, রয়েছে 5000mAh ব্যাটারি
Redmi A1+ প্রথমবার গ্রাহকদের কম দাম দুর্দান্ত ফিচার অফার করবে
Redmi A1 Plus ফোনে থাকছে 8 মেগাপিক্সেল AI ডুয়াল ক্যামেরা সেটআপ এবং HD+ ডিসপ্লে সাপোর্ট
ফোনের 2 জিবি RAM সঙ্গে এর 32 জিবি স্টোরেজের দাম 7,499 টাকা
Xiaomi তার লেটেস্ট স্মার্টফোন Redmi A1+ লঞ্চ করেছে, যা নতুন লঞ্চ হওয়া Redmi A সিরিজের আওতায় আনা হয়েছে। এই ফোন দুর্দান্ত ডিজাইন সহ আনা হয়েছে। কোম্পানির দাবি যে Redmi A1+ প্রথমবার গ্রাহকদের কম দাম দুর্দান্ত ফিচার অফার করে।
Redmi A1+ ফোনে সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া ফোনে থাকছে 8 মেগাপিক্সেল AI ডুয়াল ক্যামেরা সেটআপ এবং HD+ ডিসপ্লে সাপোর্ট। বলে দি যে ফোনটি ভারতের আগে কেনিয়ায় লঞ্চ হয়েছিল।
Redmi A1 Plus ফোনের দাম
Redmi A1+ ফোনটি তিনটি কালার অপশনে আনা হয়েছে যা হল লাইট ব্লু, ব্ল্যাক এবং লাইট গ্রিন। ফোন দুটি স্টোরেজ ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। ফোনের 2 জিবি র্যামের সঙ্গে এর 32 জিবি স্টোরেজের দাম 7,499 টাকা এবং 3 জিবি র্যামের সহ 32 জিবি স্টোরেজের দাম 8,499 টাকা। ফোনটি 17 অক্টোবর থেকে Mi Home, কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সাইট Flipkart থেকে কেনা যাবে। লঞ্চ অফারের আওতায় 500 টাকার ইনস্ট্যান্ট ছাড়ও থাকবে। দিওয়ালি অফারের আওতায়, Redmi A1+ ফোন 6,999 টাকা এবং 7,999 টাকায় 31 অক্টোবর পর্যন্ত কেনা যাবে।
Xiaomi Fans,
Meet your next favourite smartphone #RedmiA1PlusHere's all you need to know about our latest launch.
P.S. Swipe till the end to know how to get #StylishBhiSecureBhi at an A1 price.— Redmi India (@RedmiIndia) October 14, 2022
Redmi A1 Plus এর স্পেসিফিকেশন
Redmi-র এই ফোনে 6.52-ইঞ্চি HD Plus ডিসপ্লে রয়েছে, যা 1600 x 720 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz টাচ স্যাম্পলিং রেট সহ আসে। ফোনের সাথে ডুয়াল সিম কার্ড সাপোর্ট এবং প্রি-ইনস্টলড এফএম রেডিও পাওয়া যায়। Redmi A1 Plus-এর সাথে MediaTek Helio A22 প্রসেসরের এবং 3GB পর্যন্ত LPDDR4X RAM এর সাথে 32GB স্টোরেজ সাপোর্ট পাওয়া যাবে। স্টোরেজটি মেমরি কার্ডের সাহায্যে স্টোরেজ 1 টিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনে Android 12-এর Go এডিশন পাওয়া যাচ্ছে। সিকিউরিটির জন্য ফোনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে।
Redmi A1 Plus এর সাথে Redmi A1 এর মতো ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি লেন্সটি 8 মেগাপিক্সেল এবং দ্বিতীয় লেন্সটি AI দেওয়া। Redmi A1 Plus এর ফ্রন্টে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ক্যামেরার সাথে অনেক ধরনের মোড এবং ফিচার পাওয়া যাবে।
Redmi A1 Plus ফোনে 5000mAh এর ব্যাটারি রয়েছে, যা 10W চার্জিং সাপোর্ট সহ আসে। চার্জারটি ফোনের সাথে বাক্সে আসে। ফোনের সাথে OTG সাপোর্টও পাওয়া যাচ্ছে। অন্যান্য কানেক্টিভিটির জন্য, ফোনে 3.5mm অডিও জ্যাক এবং মাইক্রো USB পোর্ট রয়েছে।