18 W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে ভারতে REDMI 8A লঞ্চ হল

Updated on 25-Sep-2019
HIGHLIGHTS

এই ফোনে আছে একটি 5000mAh য়ের ব্যাটারি

ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে

ফোনের প্রাথমিক দাম 6,499 টাকা

ভারতে আজকে রেডমি তাদের নতুন বাজেট রেঞ্জের স্মার্টফোন Redmi 8A লঞ্চ করেছে। এই ফোনটিতে ভারতে দুটি ভেরিয়েন্টে এসেছে। ফোনের প্রাথমিক দাম 6,499 টাকা।

Redmi 8A ফোনের স্পেক্স আর ফিচার্স

এই রেডমি ফোনে আপনারা 6.22 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এর এই ফোনে ডট নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন অক্টা কোর 439 পাবেন। আর এই ফোনে এর সঙ্গে আছে দুটি র‍্যাম আর স্টোরেজ ভেরিয়েন্ট।

ফোনে আপনারা পাবেন একটি 5000mAH য়ের ব্যাটারি যা USB টাইপ C চার্জিং সাপোর্ট করে। আর এই ফোনটি 18W ফাস্ট চার্জ সাপোর্ট করে। Redmi 8a ফোনে 2GB/3GB র‍্যাম আর 32GB/64GB স্টোরেজ আছে। আমরা যদি এই ফোনের ক্যামেরার দিকটি দেখি তবে আপনারা এই ফোনে 12MP র সেন্সার আছে আর ফোনের ফ্রন্টে আছে একটি 8MP র সেন্সার। ফোনটি কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশান যুক্ত।

Redmi 8Aফোনের দাম

Redmi 8A ফোনটি আগামী 29 সেপ্টেম্বর ফ্লিপকার্টে প্রথমবার কেনা যাবে। আর এই ফোনটি 2GB/32Gb র দাম 6,499 টাকা করা হয়েছে আর এই ফোনের বড় ভেরিয়েন্ট মানে 3GB/32GB র দাম 6,999 টাকা করা হয়েছে।

Connect On :