ভারতে REDMI 8A DUAL আর রেডমির নতুন পাওয়ার ব্যাঙ্ক এসেছে কেমন তা!

ভারতে REDMI 8A DUAL আর রেডমির নতুন পাওয়ার ব্যাঙ্ক এসেছে কেমন তা!
HIGHLIGHTS

ভারতে শাওমি তাদের Redmi 8A ডুয়াল ফোন 5000mAh য়ের ব্যাটারির সঙ্গে লঞ্চ করেছে

সঙ্গে আছে 799 টাকার রেডমি পাওয়ার ব্যাঙ্ক

ভারতে রেডমি আজকে তাদের দুটি প্রোডাক্ট লঞ্চ করেছে এর মধ্যে আছে Redmi 8A ডুয়াল স্মার্টফোন আর রেডমির পাওয়ার ব্যাঙ্ক। আর এর সঙ্গে আপনাদের এই দুই প্রোডাক্ট বিষয়ে ডিটেলসে বলার আগে বলে রাখি যে এর মধ্যে ফোনের সঙ্গে আছে একটি পাওয়ার ব্যাঙ্কও। Redmi 8A Dual নামের একটি ফোন লঞ্চ করা হয়েছে আর এর স্বঙ্গে আছে কোম্পানির স্মার্টফোন।

Redmi 8A Dual ফোনের বৈশিষ্ট্য

এই রেডমি ফোনটিতে আপনারা পাবেন ডুয়াল সিমের ফোন আর এই ফোনে আছে 6.22 ইঞ্চির ডট নচ LCD ডিসপ্লে। আর এই ফোনে আছে কর্নিং গোরিলা গ্লাস 5 টের প্রোটেকশান আর একটি P2i স্প্ল্যাশ প্রুফ ন্যানো কোটিং। আর এই ফোনে আছে 13MP আর 2MP র ডুয়াল রেয়ার ক্যামেরা আর সঙ্গে আছে ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা।

ফোনটিতে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 439 আর এই ফোনটি দুটি র‍্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে এসেছে। এই ফোনে 2GB র‍্যাম আর 32gb স্টোরেজের সঙ্গে আছে একটি 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্ট।

ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর এই ফোনে আছে 5000mAh য়ের ব্যাটারি। ফোনে আছে USB Type C পোর্ট।

Redmi 8A Dual ফোনের দাম আর সেল ডিটেল

Redmi 8A ডুয়াল ফোনে আপনারা পাবেন 2Gb র‍্যাম ভেরিয়েন্টটি 6,499 টাকায় আর এর সঙ্গে এই ফোনের 3GB র‍্যাম ভেরিয়েন্টটি 6,999 টাকায় পাওয়া যাবে। আর এই ফোনটি আপনারা 18 ফেব্রুয়ারি দুপুর 12টার সময়ে মি ডট কম আর অ্যামাজন থেকে কিনতে পারবেন।

Redmi পাওয়ার ব্যাঙ্ক

এই রেডমি পাওয়ার ব্যাঙ্কটিও আজকে এই রেডমি ফোনের সঙ্গে লঞ্চ করা হয়েছে আর এতে আছে একটি 20000mAh য়ের ব্যাটারি যা 18W ফাস্ট চার্জ সাপোর্ট করে। আর এর সঙ্গে এটির একটি 10000mAh য়ের পাওয়ার ব্যাঙ্ক আছে যা 10W ফাস্ট চার্জ সাপোর্ট করে। এটিও 18 তারিখ কেনা যাবে মি ডট কম থেকে।

রেডমি পাওয়ার ব্যাঙ্কের দাম

রেডমির 10000mAh য়ের পাওয়ার ব্যাঙ্কটি 799 টাকায় কেনা যাবে আর এই পাওয়ার ব্যাঙ্কের 20,000 ভেরিয়েন্টটি 1,499 টাকায় কেনা যাবে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo