REDMI 8 VS REDMI 8A দুই বাজেট ফোনের তুলনা

REDMI 8 VS REDMI 8A দুই বাজেট ফোনের তুলনা
HIGHLIGHTS

দুটি ফোনই বাজেট রেঞ্জে এসেছে

Redmi 8 য়ে আছে ডুয়াল রেয়ার ক্যামেরা

দুটি ফোনেই 5000mAh য়ের ব্যাটারি আছে

ভারতে সবে কতকাল শাওমি তাদের Redmi 8 ফোনটি লঞ্চ করেছে। আর এই ফোনের সঙ্গে আমরা আজকে এখানে আরও একটি কম দামের শাওমি ফোনের তুলনা করে দেখব। আজকে এখানে দুটি বাজেট রেঞ্জের শাওমি ফোনের তুলনা করে দেখব।

আমরা এখানে Redmi 8 য়ের সঙ্গে Redmi 8A র তুলনা করে দেখব।

Redmi 8 VS Redmi 8A ডিসপ্লে

আমরা যদি প্রথমে Redmi 8 ফোনটি দেখি তবে দেখা যাবে যে এই ফোনে আপনারা পাবেন একটি 6.22 ইঞ্চির ডিসপ্লে আর এই ফোনে আছে 19:9 অ্যাস্পেক্ট রেশিও। আর এর সঙ্গে আমরা যদি একবার Redmi 8A ফোনটি দেখি তবে দেখা যাবে যে এই ফোনে আপনারা পাবেন 6.2 ইঞ্চির ডিসপ্লে যা 19:9 অ্যাস্পেক্ট রেশিও অফার করে।

আর দুটি ফোনেই পাবেন কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান।

Redmi 8 VS Redmi 8A অপারেটিং সিস্টেম অন্যান্য বিষয়

আমরা যদি এই ফোন দুটির অপারেটিং সিস্টেম দেখি তবে দুটি ফোনই অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর। তবে Redmi 8 য়ে আছে MIUI 9 আর Redmi 8A তে আছে MIUI 10।

দুটি ফোনেই পাবেন কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 439 SoC।

আর দুটি ফোনের স্টোরেজই মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।

Redmi 8 VS Redmi 8A ক্যামেরা

আপ নারা Redmi 8 ফোনে পাবেন ডুয়াল রেয়ার ক্যামেরা যা 12+2MP র ক্যামেরা অফার করবে। আর সেখাএন Redmi 8A তে আছে একটি 12MP র রেয়ার ক্যামেরা।

আর ফ্রন্টে দুটি ফোনেই একটি 8MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

Redmi 8 VS Redmi 8A ব্যাটারি

Redmi 8 ফোনে আপনারা পাবেন একটি 500mAh য়ের ব্যাটারি যা 18W ফাস্ট চার্জ সাপোর্ট করে আর সেখানে Redmi 8a ফোনে আছে একটি 5000mAh য়ের 18W ব্যাটারি।  

Digit.in
Logo
Digit.in
Logo