9999 টাকা সহ নতুন Redmi 5G ফোন ভারতে লঞ্চ, রয়েছে 50MP ক্যামেরা এবং 5160mAh ব্যাটারি
Xiaomi কোম্পানির সাব-ব্র্যান্ড রেডমি ভারতে নতুন স্মার্টফোন Redmi 14C 5G লঞ্চ করেছে
ভারতে রেডমি 14সি 5জি ফোনের দাম 9999 টাকা থেকে শুরু হয়
রেডমি 14সি 5জি ফোনটি কোয়ালকম Snapdragon 4 Gen 2 অক্টা-কোর প্রসেসরে কাজ করে
Xiaomi কোম্পানির সাব-ব্র্যান্ড রেডমি ভারতে নতুন স্মার্টফোন Redmi 14C 5G লঞ্চ করেছে। রেডমি 14সি ফোনটি ভারতে সস্তা দামের আনা হয়েছে। রেডমি 14সি ফোনটি ভারতে 10,000 টাকার কম দামে লঞ্চ করেছে কোম্পানি। আসুন জেনে নেওয়া যাক রেডমি 14সি 5জি ফোনের সমস্ত ডিটেল।
Redmi 14C 5G ফোনের ভারতীয় দাম কত
- 4GB RAM + 64GB Storage – 9,999 টাকা
- 4GB RAM + 128GB Storage – 10,999 টাকা
- 6GB RAM + 128GB Storage – 11,999 টাকা
ভারতে রেডমি 14সি 5জি ফোনের দাম 9999 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের 4 জিবি RAM+64 জিবি স্টোরেজ মডেল কেনা যাবে। একই সাথে 4 জিবি RAM+128 জিবি স্টোরেজের দাম 10,999 টাকা রাখা হয়েছে। সবচেয়ে বড় মডেলটি 6 জিবি RAM এবং 128 জিবি সহ আসে যার দাম 11,999 টাকা।
আরও পড়ুন: লঞ্চের আগেই ফাঁস হল OPPO Reno 13 Series এর দাম, জানুন কত খরচ পড়বে পকেটে
নতুন রেডমি 14সি 5জি ফোনের বিক্রি 10 জানুয়ারি থেকে বিক্রি করা হবে। রেডমি ফোনটি দুপুর 12টা থেকে Amazon, Flipkart এবং শাওমি রিটেল স্টোর থেকে কেনা যাবে।
রেডমি 14সি 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
ডিসপ্লে: রেডমি 14সি 5জি ফোনে 6.99-ইঞ্চি বড় স্ক্রিন দেওয়া। এটি HD+ সহ ওয়াটার ড্রপ নচ সহ 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
প্রসেসর: রেডমি 14সি 5জি ফোনটি কোয়ালকম Snapdragon 4 Gen 2 অক্টা-কোর প্রসেসরে কাজ করে। ফোনের সাথে 128 জিবি পর্যন্ত স্টোরেজ অফার করা হয়েছে। এটি মাইক্রোএসডি কার্ড দিয়ে 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে সস্তা রেডমি ফোনে ডুয়ার রিয়ার ক্যামেরা অফার করা হয়েছে। এতে 50MP মেইন সেন্সর সহ সেকেন্ডারি AI লেন্স পেয়ার করা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার দিতে রেডমি 14সি 5জি ফোনে শক্তিশালী 5160mAh এর ব্যাটারি পাওয়া যাবে। এটি 18W ফাস্ট চার্জিং ফিচার সহ আসে। ফোনের বক্সের সাথে 33W চার্জের ফ্রি দিচ্ছে কোম্পানি। ফোনের বক্সের সাথে 33W চার্জের ফ্রি দিচ্ছে কোম্পানি। কোম্পানির দাবি যে ফোনটি একবার চার্জে 21 দিনের স্ট্যান্ডবাই টাইম অফার করে।
অপারেটিং সিস্টাম: রেডমি 14সি 5জি ফোন Android 14 ওএসে কাজ করে। কোম্পানির দাবি যে ফোনে দুটি মেইন অপারেটিং সিস্টাম আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে।
আরও পড়ুন: BSNL এর 90 দিনের ভ্যালিডিটি সহ সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, 3 মাস মনখুলে করুন আনলিমিটেড কলিং
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile