Redmi 13C: 6 ডিসেম্বর ভারতে ধামাকা করতে আসছে নতুন রেডমি বাজেট ফোন, সামনে এল দাম

Redmi 13C: 6 ডিসেম্বর ভারতে ধামাকা করতে আসছে নতুন রেডমি বাজেট ফোন, সামনে এল দাম
HIGHLIGHTS

শাওমি ভারতে তার আরেকটি নতুন Budget Phone সিরিজ নিয়ে আসছে

কোম্পানি আগামী 6 ডিসেম্বর শাওমি Redmi 13C Series স্মার্টফোন লঞ্চ করবে

রেডমি 13C 4G মডেলটি 8000 থেকে 9000 টাকার মধ্যে আসবে

Xiaomi তার বাজেট ফোনের জন্য বেশ জনপ্রিয়। বছর শেষ হওয়ার আগে, শাওমি ভারতে তার আরেকটি নতুন Budget Phone সিরিজ নিয়ে আসছে। রিপোর্ট অনুযায়ী, কোম্পানি আগামী 6 ডিসেম্বর শাওমি Redmi 13C Series স্মার্টফোন লঞ্চ করবে।

রেডমি 13C 4G আপকামিং ফোনটি রেডমি 12C এর সাক্সেসার হিসেবে আসবে। আসুন নতুন ফোনটি কোন ফিচার সহ আসবে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: 8GB RAM সাথে শীঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy A55 ফোন, জানুন কত হবে দাম এবং ফিচার কী

Redmi 13C লঞ্চ তারিখ

রেডমি 13C 4G মডেলটি 8000 থেকে 9000 টাকার মধ্যে আসবে। পাশাপাশি রেডমি 13C 5G মডেলটি ভারতে কোম্পানির সবচেয়ে সস্তা 5G মডেল হতে পারে বলে আশা করা হচ্ছে। রেডমি 13C 5G ফোনটি 10,000 টাকার কম দামে লঞ্চ হতে পারে।

Redmi 13C 5G launch date
Redmi 13C 5G launch date

রেডমি 13C ফোনে কী থাকবে বিশেষ

রেডমি 13C ভারতে মাত্র দুটি কালার অপশনে আসবে। এটি Startrell Black, Startrell Silver এবং Startrell Green। আপকামিং ফোনটি ভার্চুয়াল RAM ফিচার, গোরিল্লা গ্লাস সিকিউরিটি এবং 256GB পর্যন্ত স্টোরেজ সুবিধা সহ আসবে।

Redmi 13C ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে হিসেবে ফোনে 6.74-ইঞ্চি HD+ LCD স্ক্রিন থাকবে, যা 90Hz রিফ্রেশ রেট সহ আসবে।

Redmi 13c Series launching India
Redmi 13c Series launching India

প্রসেসর হিসেবে ফোনটি MediaTek Helio G85 তে কাজ করবে।

ফটোগ্রাফির জন্য ফোনে 50MP AI প্রাইমারি ক্যামেরা + 2MP ক্যামেরা থাকবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা থাকবে।

পাওয়ার দিতে ফোনে 18W ওয়্যারড চার্জিং সহ 5000mAh ব্যাটারি থাকবে।

আরও পড়ুন: Disney+ Hotstar সাবস্ক্রিপশন সহ Airtel এর নতুন প্ল্যান, আনলিমিটেড 5G ডেটা সহ একগুচ্ছ অফার

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo