108MP দুর্দান্ত ক্যামেরা এবং পাওয়ারফুল ফিচার সহ আজ Redmi 13 5G হবে লঞ্চ, দাম 15000 টাকার কম হতে পারে
Xiaomi তার আপকামিং বাজেট ফোন Redmi 13 5G আজ 9 জুলাই লঞ্চ হতে চলেছে
আপকামিং ফোনটি কোম্পানির Redmi 12 5G ফোনের সাক্সেসার হিসেবে আসবে
আশা করা হচ্ছে যে নতুন ফোনটি 15000 টাকার কমে আসবে
Redmi 13 5G India Launch: স্মার্টফোন কোম্পানি Xiaomi তার আপকামিং বাজেট ফোন রেডমি 13 5G আজ 9 জুলাই লঞ্চ হতে চলেছে। আপকামিং ফোনটি কোম্পানির Redmi 12 5G ফোনের সাক্সেসার হিসেবে আসবে। লেটেস্ট ফোনে কোম্পানি ক্রিস্টাল গ্লাস ডিজাইন থাকবে, যা বাজেট ফোনে প্রিমিয়াম এক্সপেরিয়েন্স দেবে। আসুন জেনে নেওয়া যাক রেডমি 13 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী হবে।
অফিসিয়াল লঞ্চের আগেই, রেডমি 13 5G ফোনের কিছু ফিচার আগেই প্রকাশ হয়ে গেছে। এতে কোয়ালকম Snapdragon 4 Gen 2 প্রসেসর, 33W ফাস্ট চার্জিং সহ বড় ব্যাটারি 5030mAh দেওয়া হবে।
Redmi 13 5G ফোনের দাম ভারতে কত হতে পারে
Gear up to witness #The5GStar tomorrow at 12 Noon.
— Redmi India (@RedmiIndia) July 8, 2024
Let us know what about the #Redmi13 5G you are most excited about below!
Join us here tomorrow at 12 Noon: https://t.co/TDzYu0y3mI pic.twitter.com/jSEmQGFRyn
কোম্পানির তরফে এখন পর্যন্ত আপকামিং রেডমি ফোনের দাম নিশ্চিত করা হয়েনি। তবে আশা করা হচ্ছে যে নতুন ফোনটি 15000 টাকার কমে আসবে।
মনে করিয়ে দি যে রেডমি 12 5G ফোনটি ভারতে 10,999 টাকার শুরুর দামে আনা হয়েছিল। রেডমি 13 5G ফোনটিও এই দামের কাছাকাছি আসতে পারে। কোম্পানি এতে ব্যাঙ্ক অফারও দিতে পারে।
আপকামিং রেডমি 13 5G ফোনটি তিনটি কালার ওশন ব্লু, পার্ল পিংক এবং মিডনাইট ব্ল্যাক অপশনে আসবে। ফোনটি আজ দুপুর 12টায় Amazon থেকে লঞ্চ করা হবে।
রেডমি 13 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী থাকবে
ডিসপ্লে: রেডমি 13 5G ফোনে 6.67-ইঞ্চি ডিসপ্লে থাকবে যা 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে 2400*1080 পিক্সেল রেজোলিউশন এবং HDR10+ সাপোর্ট দেওয়া।
প্রসেসর: পারফরম্যান্সের জন্য রেডমি 13 5G ফোনে কোয়ালকম Snapdragon 4 gen 2 চিপসেট অফার করা হবে।
ক্যামেরা: রেডমি ফোনের রিয়ারে ডুয়াল-ক্যামেরা সেটআপ থাকবে, যার প্রাইমারি সেন্সর 108MP হবে। সেলফির জন্য এতে 8MP সেন্সর পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার দিতে ফোনে একটি শক্তিশালী 5030mAh ব্যাটারি সহ 33W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হবে।
আরও পড়ুন: দাম বাড়ানোর পরেও 100 টাকার কমে প্ল্যান অফার করছে Voda Idea, জানুন মিলবে কী কী সুবিধা
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile