Redmi 12C New Storage Variant: ভারতে এল রেডমি ফোনের 4GB+128GB মডেল, দাম কত? ফিচারে থাকবে কোন পার্থক্য?
ভারতে এল Redmi 12C -এর নতুন স্টোরেজ মডেল
এখানে 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন
দাম পড়বে 9,999 টাকা
Redmi 12C ফোনটি গত মার্চ মাসেই দেশে করে গিয়েছিল। এই ফোনটি তখন Redmi Note 12 4G -এর সঙ্গে দেশে লঞ্চ করেছিল। Redmi 12C যখন দেশে লঞ্চ করেছিল তখন এখানে গ্রাহকরা 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ, ও 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ মডেল কিনতে পারত। এখন এখানে একটি নতুন মডেল যুক্ত হল।
গ্রাহকরা এবার থেকে এই ফোন 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কিনতে পারবেন। এই নতুন ফোনেও আগের মতো সব এক ডিভাইস পাওয়া যাবে।
এখানে একটি রিয়ার মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে নিরাপত্তার জন্য। সঙ্গে পাওয়া যাবে ওয়াটারড্রপ নচ আছে স্ক্রিনে। এখানে থাকবে সেলফি ক্যামেরা। এছাড়া এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা আছে।
Redmi 12C ফোনটির দাম কত হবে ভারতে? কোন কোন রঙে কেনা যাবে?
ভারতে Redmi 12C ফোনটির 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত ফোনটির দাম 9,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটির বিক্রি দেশে 22 জুন থেকেই শুরু হবে।
এই ফোনটি গ্রাহকরা একাধিক রঙে কিনতে পারবেন। এই রংগুলো হল ল্যাভেন্ডার পার্পল, ম্যাট ব্ল্যাক, মিন্ট গ্রিন এবং রয়েল ব্লু।
আরও পড়ুন: Price cut alert! Oneplus এর কম দামি 5G ফোন হয়ে গেল আরও সস্তা, করতে হবে এখন মাত্র এই টাকা খরব
অন্যদিকে এই ফোনের 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 8,999 টাকা আর 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 10,999 টাকা।
কী কী ফিচার থাকবে এই ফোনে?
1. এই ফোনে আছে 6.71 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে আছে। এখানে 60 HZ রিফ্রেশ রেট আছে। সঙ্গে 20:9 অ্যাসপেক্ট রেশিও এবং 1600X720 পিক্সেলের রেজোলিউশন পাওয়া যাবে। এখানে ওয়াটার ড্রপ নচ আছে ডিসপ্লেতে।
2. এখানে গ্রাহকরা পাবেন MediaTek Helio G85 প্রসেসর পাবেন। সঙ্গে 6 GB পর্যন্ত RAM এবং 128 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে Redmi -এর এই ফোনে। তবে এই ফোনের ইন্টারনাল স্টোরেজ এসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে।
3. এখানে 10W ফাস্ট চার্জিং- এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি আছে।
4. এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে, সঙ্গে 2 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি সেন্সর। ফ্রন্ট ক্যামেরায় সেলফি তোলার জন্য আছে 5 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে।
আরও পড়ুন: Samsung Galaxy M13 Deal Alert: ধামাকা ডিল স্যামসাংয়ের ফোনে, 35% ছাড়ের পর কত টাকায় কেনা যাচ্ছে?
5. কানেকটিভিটির জন্য এই ফোনে গ্রাহকরা অবেন 4G Lte, WiFi, ব্লুটুথ, GPS এবং মাইক্রো USB পোর্ট।
6. এটি অ্যান্ড্রয়েড 12 -এর সাহায্যে চলে।
Subhasmita Kanji
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile