50MP ক্যামেরা সহ Redmi 12 লঞ্চ, 12 হাজার টাকার কম দামি এই ফোনে রয়েছে চোখ ধাঁধানো

50MP ক্যামেরা সহ Redmi 12 লঞ্চ, 12 হাজার টাকার কম দামি এই ফোনে রয়েছে চোখ ধাঁধানো
HIGHLIGHTS

Redmi তার নতুন সস্তা ফোন Redmi 12 ফোনটি লঞ্চ করে দিয়েছে

ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ এর দাম THB 5299 রাখা হয়েছে, যা ভারতীয় দাম অনুযায়ী 12,500 টাকার কাছাকাছি হবে

কম দামি এই ফোনে 5,000mAh ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে

স্মার্টফোন ব্র্যান্ড Redmi তার নতুন সস্তা ফোন Redmi 12 ফোনটি লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি আপাতত গ্লোবাল মার্কেটেই আনা হয়েছে, তবে আশা করা হচ্ছে যে শীঘ্রই এই ফোনটি ভারতের বাজারেও আসতে পারে। কম দামি এই ফোনে 5,000mAh ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই ফোনে আর কী কী বিশেষ ফিচার রয়েছে…

কত দামে কেনা যাবে Redmi 12 ফোন

যেমনটি আমরা আগেই জানিয়েছি যে ফোনটি বর্তমানে গ্লোবাল মার্কেটে চালু করা হয়েছে। ফোনটি থাইল্যান্ডে মার্কেটে তিনটি কালার অপশন মিডনাইট ব্ল্যাক, পোলার সিলভার এবং স্কাই ব্লু শেডে আনা হয়েছে। ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ এর দাম THB 5299 রাখা হয়েছে, যা ভারতীয় দাম অনুযায়ী 12,500 টাকার কাছাকাছি হবে।

আরও পড়ুন: New Launched 5G Phones Under 30,000: Realme 11 Pro সহ এই মিড রেঞ্জ ফোনগুলো সদ্য দেশের বাজারে এল, দেখুন তালিকা

তবে এই ফোনের 8GB RAM এবং 256GB স্টোরেজ মডেলের দাম এখনও প্রকাশ করা হয়নি। ভারত সহ অন্যান্য বাজারে Redmi 12 এর বিক্রি এবং দাম সম্পর্কে কিছু বলা হয়েনি।

Redmi 12 ফোনে কী রয়েছে স্পসিফিকেশন

রেডমি 12 ফোনে 6.79-ইঞ্চি ফুল-এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 90Hz দেওয়া। ডিসপ্লের সাথে 1080 X 2460 পিক্সেল রেজোলিউশন, SGS লো ব্লু লাইট সার্টিফাইড প্যানেল NTSC কালার গামুটের 70 শতাংশ কভারেজ এবং 550 মিটস এর পিক ব্রাইটনেস অফার করে। 

ফোনটি MediaTek Helio G88 প্রসেসরে কাজ করে।

Redmi 12 ফোনটি 8GB পর্যন্ত RAM সাপোর্ট সহ আসবে, যা 16GB পর্যন্ত ভার্চুয়ালি বাড়ানো যেতে পারে।

Redmi 12 ফোনের ক্যামেরার কথা বললে এতে ফোনে AI-সাপোর্ট ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। ফোনের প্রাইমারি ক্যামেরা 50-মেগাপিক্সেলের, 8-মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য ফোনে 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

Redmi12

আরও পড়ুন: Infinix Note 30 5G Vs Tecno Camon 20 5G specs compare: 15 হাজার টাকার কম দামে কোন ফোন সেরা?

Redmi 12 ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসে।

Redmi 12 ডুয়াল-সিম স্লট এবং Android 13 ভিত্তিক MIUI 14 সহ আসে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo