Redmi 12 5G ফোনটি কিছুদিন আগেই দেশে লঞ্চ করেছে। এই ফোনের 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 11,999 টাকা। আর টপ এন্ড মডেল যেখানে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ আছে সেটার দাম 15,499 টাকা।
Redmi 12 5G ফোনে 6.79 ইঞ্চির একটি Full HD+ LCD ডিসপ্লে আছে যেখানে 90 HZ রিফ্রেশ রেট পাবেন। এটি পরিচালিত হয় শক্তিশালী Snapdragon 4 Gen 2 প্রসেসরের সাহায্যে। ফলে পাওয়া যাবে স্মুদ পারফরমেন্স। এছাড়া এখানে 18W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে।
তবে এই ফোনটি সদ্যই বাজারে লঞ্চ করলেও এটির একাধিক বিকল্প আছে। 15,000 এর মধ্যে কোন কোন ফোন বাছতে পারেন দেখুন।
এই ফোনে 90 Hz রিফ্রেশ রেট সহ 6.58 ইঞ্চির একটি Full HD+ ডিসপ্লে আছে। ফলে দারুন ভিউয়িং এক্সপিরিয়েন্স রয়েছে এই ফোনে। MediaTek Dimensity 700 প্রসেসরের সাহায্যে চলা Poco M4 5G ফোনে পাওয়া যাবে স্মুদ পারফরমেন্স।
এখানেও Redmi 12 5G ফোনের মতো আছে 18W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি। সঙ্গে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। অ্যান্ড্রয়েড 12 -এর সাহায্যে চলা এই ফোনের 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 12,999 টাকা।
এই ফোনের ভাল দিক হল এটির 90 HZ রিফ্রেশ রেট সহ ডিসপ্লে এবং ভাল প্রসেসর। তবে চার্জিং স্পিড বড়ই কম Poco M4 5G তে।
Samsung -এর ফোনটিতে আছে 90 Hz রিফ্রেশ রেট সহ একটি 6.6 ইঞ্চির Full HD ডিসপ্লে। Exynos 1330 প্রসেসরের সাহায্যে চলে বলে এখানে দারুন ভাবে মাল্টি টাস্কিং করা যাবে। সঙ্গে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6000mah ব্যাটারি আছে।
50+2+2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা আছে Samsung Galaxy M14 5G -তে। অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে এটি। এই ফোনের বেস মডেল অর্থাৎ যেখানে 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ আছে সেটার দাম 14,999 টাকা। আর 15,999 টাকার বিনিময়ে কেনা যাবে এটির 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ মডেল।
এই ফোন দিয়ে দারুন ভাল ছবি তোলা যাবে দিনের আলোয়, পারফরমেন্স বেশ ভালো। তবে ফোনটি বেশ ভারী।
6.58 ইঞ্চির একটি Full HD ডিসপ্লে আছে এই ফোনে যেখানে 120 Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে। Snapdragon 4 Gen 1 প্রসেসরের সাহায্যে চলা এই IQOO Z6 Lite 5G -তে পাওয়া যাবে স্মুদ পারফরমেন্স। 18W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে এখানে।
50+2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে দারুন ফটোগ্রাফির জন্য। IQOO Z6 Lite 5G এর 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 14,499 টাকা।
এটির ভাল দিন শক্তপোক্ত গড়ন এবং 120 Hz রিফ্রেশ রেট। তবে কম আলোতে এটার সাহায্যে ছবি তোলা যাবে না।
এই ফোনে একটি বড় 6.78 ইঞ্চির Full HD+ ডিসপ্লে আছে যেখানে সেরা ভিউয়িং এক্সপিরিয়েন্সের জন্য পাবেন 120 HZ রিফ্রেশ রেট। MediaTek Dimensity 6020 প্রসেসরের সাহায্যে চলে Infinix Hot 30 5G। 18W ফাস্ট চার্জিং -এর সুবিধা আছে যা বড়ই কম, সঙ্গে আছে 6000mah ব্যাটারি।
এই ফোনে অ্যান্ড্রয়েড 13 আছে। এটির বেস মডেলের দাম 12,499 টাকা যেখানে 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 13,499 টাকা।
Infinix Hot 30 5G ফোনের ব্যাটারি বেশ বড়, সঙ্গে এখানে আছে IP 53 রেটিং। তবে ফোনটি ভীষণ ভারী।
এটির ডিসপ্লে মাঝারি সাইজের, এখানে 6.5 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে আছে যেখানে 90 HZ রিফ্রেশ রেট পাবেন। MediaTek Dimensity 700 প্রসেসর আছে এখানে। ফলে মাল্টি টাস্কিং বা স্মুদ পারফরমেন্সের জন্য এটা সেরা।
50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এখানে। 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 10,999 টাকা। আর টপ মডেল যেখানে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ আছে সেটার দাম 11,999 টাকা।
এটার ভাল দিক হল এটা অন্যতম সস্তার 5G ফোন। তবে এখানে মাত্র 15W ফাস্ট চার্জিং পাওয়া যায় যা বড়ই কম।