ভারতে লঞ্চ করে গেল Redmi 12 4G এবং Redmi 12 5G। দুটো ফোনের দাম সহ ফিচার আনা হল প্রকাশ্যে। একই সঙ্গে লঞ্চ করা হল Redmi Watch 3 Active এবং Xiaomi Smart TV X সিরিজ।
দুটো বাজেট ফোনেই আছে ফ্ল্যাট ফ্রেম এবং ক্রিস্টাল গ্লাস ডিজাইন। ফলে একটা প্রিমিয়াম লুক পাওয়া যাবে এখানে।
Redmi 12 4G ফোনটির দাম দেশে 8,999 টাকা থেকে শুরু হচ্ছে। এই দামে 4 GB RAM এবং 12 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কেনা যাবে। অন্যদিকে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম পড়বে 10,499 টাকা।
আগামী 4 অগাস্ট দুপুর 12টা থেকে বিক্রি শুরু হবে এই ফোনের। কেনা যাবে Mi.com, Flipkart, এবং Xiaomi রিটেল স্টোর থেকে।
অন্যদিকে Redmi 12 5G ফোনটির 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 10,999 টাকা রাখা হয়েছে। এটির 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম হল 12,499 টাকা। 14,499 টাকার বিনিময়ে কেনা যাবে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ।
এই ফোনটির বিক্রিও আগামী 4 অগাস্ট থেকে শুরু হবে। তবে এটা কেনা যাবে Amazon, Mi.com এবং অন্যান্য রিটেল স্টোর থেকে। ব্যাংক অফারের পর এই দামে কেনা যাবে এই ফোন। সঙ্গে যুক্ত আছে এক্সচেঞ্জ অফার।
1. এখানে 6.79 ইঞ্চির একটি বড় Full HD+ ডিসপ্লে আছে যেখানে 90 Hz রিফ্রেশ রেট সহ 550 নিটসের ব্রাইটনেস পেয়ে যাবেন।
2. Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসরের সাহায্যে চলবে এই ফোন, পাওয়া যাবে স্মুদ পারফরমেন্স। এখানে Adreno GPU থাকবে। 4GB+128GB, 6GB+128GB, and 8GB+256GB স্টোরেজ মডেল পাওয়া যাবে এই ফোনের। তবে এসডি কার্ডের সাহায্যে 1 TB পর্যন্ত বাড়ানো যাবে স্টোরেজ।
3. অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে এই ফোন।
4. 50 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা আছে এখানে। সঙ্গে 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা থাকবে দুর্দান্ত ফোন ফটোগ্রাফির জন্য।
5. 5000mah ব্যাটারি তো থাকবে তবে এই ফোনের চার্জিং স্পিড বড়ই কম মাত্র 18W।
6. কানেকটিভিটির জন্য এই ফোনে 5G, 4G LTE, Wi-Fi, ব্লুটুথ, GPS, USB টাইপ সি পোর্ট থাকবে। এছাড়া IP 53 রেটিং আছে এখানে যা সামান্য জলের ছিটা প্রতিরোধ করতে পারবে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন এই ফোনে।
7. এটি মুনস্টোন সিলভার, প্যাস্টেল ব্লু এবং জেড ব্ল্যাক রঙে কেনা যাবে।
1. এখানে আছে 1080X2400 পিক্সেলের রেজোলিউশন এবং 90 Hz রিফ্রেশ রেট সহ 6.79 ইঞ্চির একটি বড় ডিসপ্লে। গোরিলা গ্লাস আছে সুরক্ষার জন্য। পাঞ্চ হোল কাট আউটের মধ্যে আছে ফ্রন্ট ক্যামেরা।
2. MediaTek Helio G88 প্রসেসরের সাহায্যে চলবে এই ফোন। Mali G52 GPU আছে এই ফোনে। ফলে সবটা মিলিয়ে একটা স্মুদ পারফরমেন্স পাওয়া যাবে এখানে। 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন এই ফোনে।
3. অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলবে এই ফোন।
4. এখানেও 50 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা পাবেন এখানে সেলফি তোলার জন্য।
5. 18W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mah ব্যাটারি আছে এই ফোনে। ফলে ব্যাটারি স্ট্যান্ডার্ড সাইজের হলেও চার্জিং স্পিড বড়ই কম।
6. কানেকটিভিটির জন্য এই ফোনে wifi, ব্লুটুথ, GPS, USB টাইপ সি পোর্ট আছে। IP 53 রেটিং পেয়ে যাবেন এখানে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে সুরক্ষার জন্য।