8,499 টাকার Redmi 10A ফোনের প্রথম সেল, কেনার আগে জেনে নিন টপ 5 ফিচার

8,499 টাকার Redmi 10A ফোনের প্রথম সেল, কেনার আগে জেনে নিন টপ 5 ফিচার
HIGHLIGHTS

আজ অর্থাৎ 26 এপ্রিল Redmi 10A ফোনের প্রথম সেল হতে চলেছে

Redmi 10A ফোনের 3GB RAM সহ 32GB স্টোরেজের দাম 8,499 টাকা

এই ফোনে রয়েছে দুর্দান্ত ব্যাটারি যা 5000 mAh এর

Redmi 10A Top 5 Features: সম্প্রতি ভারতের বাজারে Redmi 10A লঞ্চ হয়েছে। এই ফোনটি বাজেট রেঞ্জে লঞ্চ করা হয়েছে। আজ অর্থাৎ 26 এপ্রিল এই ফোনের প্রথম সেল হতে চলেছে। এই ফোনে রয়েছে দুর্দান্ত ব্যাটারি যা 5000 mAh এর। আপনি যদি এই ফোন কেনার কথা ভাবছেন তবে আজ আমরা আপনাকে Redmi 10A এর টপ 5 ফিচার সম্পর্কে জেনে নিন।

Redmi 10A এর সেরা 5 ফিচার

Redmi 10A এ রয়েছে Android ভিত্তিক MIUI 12.5। ফোনে একটি 6.53-ইঞ্চি HD+ IPS ডিসপ্লে রয়েছে।

মিডিয়াটেক হেলিও জি25 প্রসেসর রয়েছে যার 4 জিবি পর্যন্ত র‌্যাম এবং 64 জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে।

Redmi 10A ফোনে f/2.2 অ্যাপারচার সহ একটি 13-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা রয়েছে। পেছনের ক্যামেরার সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ লাইট।

Redmi 10a

ফ্রন্টে সেলফি তোলার জন্য 5 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।

ফোনের পিছনের প্যানেলে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং 10W চার্জিং সহ একটি 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Redmi 10A দাম

Redmi 10A ফোনের 3GB RAM সহ 32GB স্টোরেজের দাম 8,499 টাকা। এছাড়া, 4GB RAM সহ 64GB স্টোরেজের দাম 9,499 টাকা। 

কোম্পানির সাইট থেকে Redmi 10A এর সেল 26 এপ্রিল থেকে শুরু হবে। Redmi 10A চারকোল ব্ল্যাক, সি ব্লু, স্লেট গ্রে রঙে থাকবে। Redmi 9A গত বছর লঞ্চ হয়েছিল 6,799 টাকা থেকে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo