Nubia Z17 mini’ রেড কালার ভেরিয়েন্ট এবার কিনতে পাওয়া যাচ্ছে

Updated on 02-Jun-2017
HIGHLIGHTS

চিনে এই স্মার্টফোনটিকে এলিগেন্ট ব্ল্যাক, ব্ল্যাক উইথ গোল্ড, শ্যামপেন গোল্ড আর রেড কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল

ফোন কোম্পানি ZTE এর স্মার্টফোন Nubia Z17 mini’র রেড কালার ভেরিয়েন্ট এবার পাওয়া যাচ্ছে। চিনে এই স্মার্টফোনটিকে এলিগেন্ট ব্ল্যাক, ব্ল্যাক উইথ গোল্ড, শ্যামপেন গোল্ড আর রেড কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল।

এই ডিভাইসটির 4GB ভেরিয়েন্টের দাম CNY 1,699 (প্রায় Rs 15,914)। সেখানে এর 6GB ভেরিয়েন্টটির দাম CNY 1,999 (প্রায় Rs 18,724) । এই স্মার্টফোনটিতে মেটাল বডি দেওয়া হয়েছে। এর থিকনেস 7.45mm।

এর ওজন 155গ্রাম। এটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। এই স্মার্টফোনটির সবথেকে বড় স্পেশালিটি এর ডুয়াল-ক্যামেরা সেটআপ, এই ফোনটিতে 13 মেগাপিক্সালের দুটি সেন্সার আছে। দুটি ক্যামেরা f/2.2, OIS আর 4K ভিডিও রেকর্ডিং যুক্ত। এই ফোনটির সামনের দিকে 16  মেগাপিক্সালের 80-ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা আছে।

Nubia Z17 mini’র অন্যান্য ফিচার্স কেমন তা এবার দেখে নেওয়া যাক, এই ফোনটিতে 5.2-ইঞ্চির ফুল HD ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রেজিলিউশন 1920×1080 পিক্সাল। এটিতে 2.5D কার্ভড গ্লাস আছে। এই স্মার্টফোনটিতে দুটি প্রসেসারের অপশন আছে। একটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 653 অক্টা-কোর প্রসেসারের সঙ্গে 6GB’র র‍্যাম দেওয়া হয়েছে।

অন্যএকটি ভেরিয়েন্টে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 652 চিপস্টেকের সঙ্গে 4GB’র র‍্যাম দেওয়া হয়েছে। এই ফোনটিতে 64GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে 200GB অব্দি বাড়ানো যেতে পারে।

এটি অ্যান্ড্রয়েড 6.0  মার্শমেলো অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনটিতে 2950mAh এর ব্যাকটারি আছে। কানেক্টিভিটির জন্য এই ফোনটিতে দুটি সিম স্লট, 4G VoLTE, ওয়াই-ফাই, ব্লুটুথ 4.1, GPS, NFC আর USB টাইপ C পোর্ট দেওয়া হয়েছে।

সোর্সঃ

Connect On :