গেমিং স্মার্টফোন কোম্পানি Nubia তার লেটেস্ট ফোন Red Magic 9 Pro Series লঞ্চ করে দিয়েছে। এই সিরিজে দুটি স্মার্টফোন Red Magic 9 Pro এবং Red Magic 9 Pro+ রয়েছে। এই স্মার্টফোনে প্রসেসর হিসেবে কোয়ালকমের নতুন Snapdragon 8 Gen 3 দেওয়া হয়েছে। এতে 24GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ রয়েছে।
রেড ম্যাজিক 9 প্রো এর 8GB RAM+256GB মডেলের দাম CNY 4399 অর্থাৎ 51,700 টাকা রাখা হয়েছে।
পাশাপাশি, 12GB+256GB মডেলটি CNY 1799 অর্থাৎ প্রায় 57,000 টাকা এবং 12GB+512GB স্টোরেজ মডেলের দাম CNY 5,199 অর্থাৎ 61,100 টাকায় কেনা যাবে।
আরও পড়ুন: Samsung Galaxy F14 5G ফোনের দাম কমল, এবার জলের দরে কিনুন 6000mAh ব্যাটারির ফোন
রেড ম্যাজিক 9 প্রো প্লাস ফোনের 16GB+256GB মডেলের দাম CNY 5499 অর্থাৎ 64,600 টাকা রাখা হয়েছে।
পাশাপাশি, 16GB + 512G মডেলের দাম CNY 5,799 অর্থাৎ 68,900 টাকা এবং 24GB + 1TB মডেলের দাম CNY 6,999 অর্থাৎ 83,100 টাকা হতে পারে।
ম্যাজিক 9 প্রো সিরিজে গ্রাহকরা 6.8-ইঞ্চি BOE Q9+ ডিসপ্লে পাওয়া যাব,যার রিফ্রেশ রেট 120Hz দেওয়া।
পারফরম্যান্সের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর অফার করা হয়েছে। এতে 24GB LPDDR5x RAM এবং 512GB UFS 4.0 স্টোরেজ রয়েছে।
ফটোগ্রাফির জন্য এতে 50MP প্রাইমারি সেন্সর এবং 50MP আল্ট্রাওয়াইড ক্যামেরা পাওয়া যাবে। এতে OIS এবং Samsung JNI সেন্সর পাওয়া যাবে। সেলফি তোলার জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর থাকবে।
ম্যাজিক 9 প্রো ফোনটি 80W ফাস্ট চার্জিং সহ 6500mAh এর ব্যাটারি সহ আসে। পাশাপাশি, রেড ম্যাজিক 9 প্রো+ ফোনে আপনি 165W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: প্রতিদিন 5GB ডেটা সহ বেশি ভ্যালিডিটি, Jio এর এই সুপারহিট প্ল্যানে এক নজর