টুইটারে Realme U সিরিজের নতুন ডিভাইস দেখা গেছে

Updated on 03-Apr-2019
HIGHLIGHTS

আশা করা হচ্ছে যে কোম্পানি খুব তাড়াতাড়ি Relame U2 নামের একটি নতুন ডিভাইস লঞ্চ করতে পারে আর Realme U1 ফোনের পরবর্তী ভেরিয়েন্ট আসতে পারে

হাইলাইট

  • বেশি ক্যাপাসেটির সঙ্গে রিয়েলমি U সিরিজ টিজ করেছে
  • Relame U1 ফোনটির পরবর্তী স্টোরেজ ভেরিয়েন্ট আসতে পারে
  • Relame U2 ফোনটি পরবর্তী Realme ফোন হতে পারে

 

সম্প্রতি Realme তাদের U সিরিজের একটি নতুন ডিভাইস তাদের টুইটার হ্যান্ডেলে দেখিয়েছে। আর আশা করা হচ্ছে যে এটি পরবর্তী রিয়েলমি ফোন হতে পারে আর এটি বেশি স্টোরেজ ভেরিয়েন্টের সঙ্গে আসতে পারে। একটি 15 সেকেন্ডের ভিডিও তে ফোনের মুভি ডাউনলোড করা দেখানো হয়েছে আর এবার প্রসেস শেষ হলে একটি মেসেজ এসেছে যে এই ফোনের স্টোরেজ পুরো হয়েছে। #bringUmore,য়ের সঙ্গে কোম্পানি সংকেত দিয়েছে যে এটি বেশি স্টোরজের সঙ্গে আসতে পারে।

https://twitter.com/realmemobiles/status/1113048436763394049?ref_src=twsrc%5Etfw

আশা করা হচ্ছে যে Relame U1 ফোনটির পরবর্তী ভেরিয়েন্ট Relame U2 লঞ্চ করা হতে পারে। আর আপনাদের বলে রাখি যে Realme U1 U-Series য়ের প্রথম ফোন যা অপ্টিক্সের সেকশানে ফোকাস করেছে। আর এই স্মার্টফপ্নটি 2018 সালে লঞ্চ হওয়া মিডিয়াটেক হেলিও P70 যুক্ত হবে। আর এই ফোনের দাম 3GB RAM/ 32GB  ইন্টারনাল স্টোরেজের দাম 11,999 টাকা আর এর 4GB র‍্যাম আর 64GB স্টোরেজের দাম 14,499 টাকা।

Relame U1 ফোনের স্পেসিফিকেশান

Relame U1 ফোনে একটি 6.3 ইঞ্চির ফুল HD+ রেজিলিউশানের সঙ্গে IPS LCD ডিসপ্লে আছে, আর এই ফোনের 19:5:9 অ্যাস্পেক্ট রেশিওর। আর এই ফোনে আপনারা 2.1GHz MediaTek Helio P70 SoC আছে আর এই ফোনে ARM G72 GPU আছে। আর এই ফোনে 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ আছে আর এই ফোনের আর একটি ভেরিয়েন্টে 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর আপনাদের বলে রাখি যে দুটি ভেরিয়েন্টেই 256GB পর্যন্ত মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমারি এক্সপেন্ড করা যায়।

ক্যামেরা সেটআপের ক্ষেত্রে আপনারা Relame U1 ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা আছে। আর এই ফোনে একটি 13MP f/2.2 অ্যাপার্চারা আর অন্যটি 2MP র f/2.4 অ্যাপার্চার যুক্ত ক্যামেরা। আর এই ফোনের ফ্রন্টে একটি 25MP  f/2.0 অ্যাপার্চারের ক্যামেরা আছে।

এই ফোনের স্পেশাল ফিচার ‘স্মার্ট গ্রুপি ফিচার’ য়ের সাহায্যে ইউজাররা একটি ছবিতে অনেক সাব্জেক্টে কাস্টমাইজড বিউটিফিকেশান দেয়। আর কোম্পানির কথা অনুসারে Relame U1 পোট্রেড মোড সহ একাধিক ছবি ভাল করে নিতে পারে।

কানেক্টিভিটিতে এই ফোনে wi-fi 802.11  a/b/g/n.s, ব্লুটুথ 4.2, GPS/A-GPS?গ্লোনাস, মাইক্রো USB পোর্ট , OTG সাপোর্ট 3.5mm অডিও জ্যাক যুক্ত।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :