Realme গত মাসে ভারতে Realme Pad X লঞ্চ করেছে। এখন, লঞ্চের এক সপ্তাহ পরে, ভারতে এই ট্যাবলেটের আজ প্রথম সেল আয়োজিত করা হচ্ছে। Realme Pad X হল Realme Pad এবং Realme Pad Mini-এর পরে ভারতে কোম্পানির তৃতীয় ট্যাবলেট এবং এটি Realme-এর অনলাইন স্টোর, অর্থাৎ Realme.com, Flipkart এবং মেইনলাইন চ্যানেলগুলির মাধ্যমে 12PM থেকে ভারতে বিক্রি শুরু হবে।
Realme Pad X ট্যাবলেট ভারতে তিনটি স্টোরেজ ভ্যারিয়্যান্ট পাওয়া যায়। এর প্রথম ভ্যারিয়্যান্ট 4GB RAM এবং 64GB স্টোরেজ সহ আসে। এটি Wi-Fi কানেক্টিভিটির সাথে আসে। এর দাম 19,999 টাকা। এছাড়া, ফোনের 4GB RAM এবং 64GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 25,999 টাকা। এটি Wi-Fi এবং 5G কানেক্টিভিটির সাথে আসে। এছাড়া, ফোনের 6GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 27,999 টাকা। এটি Wi-Fi এবং 5G কানেক্টিভিটির সাথে আসে।
অফারের কথা বলতে গেলে, ইউজাররা SBI এবং HDFC ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে 2,000 টাকা বিশেষ ছাড় পাবেন। এর সাথে Flipkart Axis Bank কার্ড ব্যবহার করলে ইউজারদের 5 শতাংশ ক্যাশব্যাক দেওয়া হবে। এছাড়াও, সমস্ত গ্রাহকরা ট্যাবলেট কিনলে YouTube প্রিমিয়ামে বিনামূল্যে তিন মাসের সাবস্ক্রিপশন পাবেন। Realme Pad X Glacier Blue এবং Glowing Grey রঙে কেনা যাবে।
Realme Pad X এ রয়েছে 10.95 ইঞ্চিরবেক্তি full HD+LCD স্ক্রিন। এতে রয়েছে 450 নিটসের ব্রাইটনেস। স্ক্রিন এবং বডি রেশিও হচ্ছে 85%। 01 আল্ট্রা ভিশন ইঞ্জিন রয়েছে এই ট্যাবলেটে ভিডিওর কালার এনহ্যান্সমেন্টের জন্য। এই ট্যাবলেটে রয়েছে একটাই ক্যামেরা। সেই ক্যামেরাতে রয়েছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে ফ্রন্টে ভিডিও কলিংয়ের জন্য। এই ক্যামেরায় রয়েছে 105 ডিগ্রি আল্ট্রা ওয়াইড লেন্স। 1080P রেকর্ডিং সাপোর্ট করবে Realme Pad X।
Realme Pad X Snapdragon 695 5G প্রসেসরের সাহায্যে চলবে। এই প্রসেসরের সঙ্গে 6GB RAM অবধি পেয়ার করা থাকবে। যার সঙ্গে থাকবে 5GB ভার্চুয়াল RAM। অন্যদিকে 128 GB ইন্টারনাল স্টোরেজ থাকছে। পাশাপাশি অ্যান্ড্রয়েড 12 বেসড Realme UI 3.0 অপারেটিং সিস্টেম সফটওয়্যারের সাহায্যে Realme Pad X চালিত হবে। 5G, wifi 5, ব্লুটুথ 5.0 এর মতো কানেক্টিভিটির সুবিধা রয়েছে। এছাড়া আছে 33W ফাস্ট চার্জিং সহ রিভার্স চার্জিংয়ের সুবিধা।