Realme P3 Ultra 5G and Realme P3 5G Launch today in India Price and specs
রিয়েলমি ভারতে তার P3 Series এর দুটি নতুন ফোন লঞ্চ করতে প্রস্তুত। নতুন ফোনগুলি Realme P3 5G এবং Realme P3 Ultra 5G হবে। রিয়েলমি সম্প্রতি পি3 5জি ফোনের ভারতীয় দাম এবং স্পেইসিফিকেশন নিশ্চিত করেছে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি পি3 5জি এবং রিয়লেমি পি3 5জি আল্ট্রা ফোনের বিষয় জেনে নেওয়া যাক।
রিয়েলমি পি3 5জি এবং রিয়লেমি পি3 5জি আল্ট্রা ফোনটি ভারতে আজ দুপুর 12টায় লঞ্চ করা হবে। কোম্পানির লঞ্চ ইভেন্ট অফিসিয়াল সাইট এবং ইউটিউব থেকে দেখা যাবে।
আরও পড়ুন: 6000 টাকার কম দামে দুর্দান্ত LED TV, বেস্ট ইন ক্লাস পিকচার কোয়ালিটি, দেখে নিন লিস্ট
কোম্পানি সম্প্রতি নিশ্চিত করেছে যে ভারতে রিয়েলমি পি3 5জি ফোনের দাম 16,999 টাকার কম হবে। তবে অফারের আওতায় ফোনটি 14,999 টাকার কম দামে আসবে। পাশপাশি রিয়েলমি পি3 5জি ফোনটি আজ বিকেল 6টায় আর্লি বর্ড সেলে বিক্রি করা হবে।
পাশাপাশি, রিয়েলমি পি3 আল্ট্রা ফোনের দাম ভারতে 30,000 টাকা কমে শুরু হবে বলে আসা করা হচ্ছে।
ফিচারের কথা বললে, রিয়েলমি পি3 5জি ফোনে 6.67-ইঞ্চির AMOLED ডিসপ্লে পাওয়া যাবে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রিনে 2000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ফোনটি Snapdragon 6 Gen 4 প্রসেসরে কাজ করে। এতে 8GB পর্যন্ত RAM থাকবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এতে প্রাইমারি লেন্স 50MP এর সাথে 2MP ডেপথ সেন্সর থাকবে। সেলফির ক্ষেত্রে এতে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া। ডিভাইসটি Android 15 ভিত্তিক Realme UI 6.0 দেওয়া। পাওয়ার দিতে এতে 45W এর সাথে 6000mAh এর ব্যাটারি দেওয়া হবে।
এবার কথা, রিয়েলমি পি3 আল্ট্রা 5জি ফোনটি MediaTek Dimensity 8350 Ultra চিপসেটে কাজ করবে। ফোনের সাথে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা হবে। রিয়েলমি পি3 আল্ট্রা ফোনে সেগামেন্টের সবচেয়ে বড় VC কুলিং সিস্টাম দেওয়া হবে।
কোম্পানি নিশ্চিত করেছে যে রিয়েলমি পি3 আল্ট্রা 5জি ফোনটি 6000mAh ব্যাটারি সহ 80W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি পি3 আল্ট্রা 5জি ফোনে 50MP Sony IMX896 প্রাইমারি সেন্সর সহ OIS এবং একটি 8MP আল্ট্রাওয়াইড লেন্স থাকবে।
আরও পড়ুন: Airtel লঞ্চ করল সস্তা নতুন রিচার্জ প্ল্যান, 450 টাকার কমে মিলবে মোবাইল এবং DTH দুটির সুবিধা একসাথে