HIGHLIGHTS
Realme P2 Pro 5G ভারতে লঞ্চ হয়েছে। স্মার্টফোনটি Realme P1 Pro এর সাক্সেসার হিসেবে আনা হয়েছে রিয়েলমি পি2 প্রো 5জি ফোনের 8 জিবি RAM এবং 128 জিবি স্টোরেজের দাম 21,999 টাকা রাখা হয়েছে প্রসেসিংয়ের জন্য রিয়েলমি পি2 প্রো ফোনে কোয়ালকম Snapdragon 7s Gen 2 চিপসেট অফার করা হয়েছে Realme P2 Pro 5G ভারতে লঞ্চ হয়েছে। স্মার্টফোনটি Realme P1 Pro এর সাক্সেসার হিসেবে আনা হয়েছে। লেটেস্ট রিয়েলমি পি2 প্রো 5জি ফোনে 120Hz রিফ্রেশ রেট, Snapdragon 7s Gen 2 প্রসেসর, 50MP প্রাইমারি ক্যামেরা মতো ফিচার রয়েছে। আসুন নতুন রিয়েলমি ফোনের দাম এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Realme P2 Pro 5G ফোনের দাম ভারতে কত রিয়েলমি পি2 প্রো 5জি ফোনের 8 জিবি RAM এবং 128 জিবি স্টোরেজের দাম 21,999 টাকা রাখা হয়েছে। ফোনের 12 জিবি এবং 256 জিবি স্টোরেজ মডেলের দাম 24,999 টাকা রাখা হয়েছে। এছাড়া ফোনের আরেকটি মডেল 12 জিবি এবং 512 স্টোরেজ মডেলটি 27,999 টাকায় কেনা যাবে। এই স্মার্টফোন সবুজ এবং গ্রে রঙের বিকল্প কেনা যাবে।
আরও পড়ুন: BSNL এর Airtel-Jio কে টেক্কা, সস্তা দামে 82 দিনের ভ্যালিডিটি দিচ্ছে এই রিচার্জ প্ল্যান
স্মার্টফোনটি রিয়েলমি ওয়েবসাইট, Flipkart এবং অফলাইন, স্টোর থেকে বিক্রি করা হবে। এছাড়া ফোনেক আর্লী বর্ড সেল 17 সেপ্টেম্বর বিকেল 6 টায় শুরু হবে। গ্রাহকরা ফ্ল্যাট 2000 টাকার কুপন ডিসকাউন্ট এবং 12 জিবি সহ 256/512 জিবি স্টোরেজ মডেলে 1000 টাকার ব্যাঙ্ক ছাড় পাওয়া যাবে।
রিয়েলমি পি2 প্রো 5জি ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে ডিসপ্লে: ফোনে 6.7-ইঞ্চির FHD+ কার্ভড Samsung AMOLED ডিসপ্লে রয়েছে। এতে 120Hz রিফ্রেশ রেট, 2412×1080 পিক্সেল রেজোলিউশন, 1200 নিটস পিক ব্রাইটনেস দেওয়া।
প্রসেসর: প্রসেসিংয়ের জন্য ফোনে কোয়ালকম Snapdragon 7s Gen 2 চিপসেট অফার করা হয়েছে।
ক্যামেরা: রিয়েলমি পি2 প্রো ফোনে 50MP LYT 600 প্রাইমারি সেন্সর এবং 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফ্রন্টে 32MP সেন্সর পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার দিতে ফোনে 80W ফাস্ট চার্জিংয়ের জন্য 5200mAh ব্যাটারি দেওয়া।
Latest Article
Cheapest Airtel Data Vouchers Under Rs 50 in 2025
2025 সালের Airtel এর 50 টাকার কম দামের ডেটা ভাউচার, সবচেয়ে সস্তা 11 টাকার
Jio 55G network What is it and what it means for users
ভারতে এল Jio 5.5G, কী এই প্রযুক্তি যা দেবে 1Gbps এর হাই-স্পিড ডেটা, জানুন সমস্ত কিছু
POCO X7 and Poco X7 Pro India launch today Check expected Price specs
ভারতে আজ লঞ্চ হবে POCO X7 এবং POCO X7 Pro, কত হবে দাম এবং স্পেসিফিকেশন জানুন
Realme 12x 5G price huge discount on Flipkart deal
50MP ক্যামেরা সহ Realme এর দুর্দান্ত স্মার্টফোনে বাম্পার ছাড়, 12 হাজার টাকা কম দামে কেনার সুযোগ
Oppo Reno 13 series to launching in India on 9 January what to expect
Oppo Reno 13 সিরিজ আগামীকাল ভারতে হবে লঞ্চ, কেমন হবে দাম এবং স্পেসিফিকেশন জেনে নিন সমস্ত কিছু
Amazon Great Republic Day Sale Dates announced Deals and Discounts
Amazon Great Republic Day sale: অফারের ঝুড়ি নিয়ে এই দিন শুরু হচ্ছে বছরের প্রথম বড় অ্যামাজন সেল
Reliance Jio Rs 2025 New Year Welcome plan
আর 3 দিন পর্যন্ত রয়েছে Jio এর এই সস্তা প্ল্যান রিচার্জ করার সুযোগ, মিলবে 500GB ডেটা সহ 200 দিন আনলিমিটেড কলিং
ONEPLUS 13 vs OnePlus 13R
Oneplus 13 vs Oneplus 13R: ওয়ানপ্লাস এর দুটি লেটেস্ট ফোনে কতটা পার্থক্য, কোনটি বেশি শক্তিশালী, কে হবে আপনার সেরা চয়েস
Redmi Note 13 Pro plus 5G available at lowest Price on Flipkart check new offer
200MP ক্যামেরা সহ Redmi 5G ফোনের দাম কমল, 10 হাজার টাকা সস্তায় কেনার সুযোগ
bsnl new plans 2025
12 মাস নয় এবার 14 মাসের ভ্যালিডিটি দিচ্ছে BSNL, এই সস্তা রিচার্জ প্ল্যানে 425 দিন মিলবে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 2 জিবি ডেটা