প্রথমবার 3000 টাকা ছাড়ে বিক্রি হবে Realme P1 Speed 5G, জানুন কোথায় পাবেন এই অফার
রিয়েলমি গত মাসে ভারতে তার 5G স্মার্টফোন Realme P1 Speed 5G লঞ্চ করেছিল
কোম্পানি রিয়েলমি পি1 স্পিড 5জি ফোনের দ্বিতীয়বার বিক্রি আজ 22 নভেম্বর করতে চলেছে
সেলে রিয়েলমি পি1 স্পিড 5জি ফোনের 8GB+128GB মডেলটি 3000 টাকার ব্যাঙ্ক অফারের পর 14,999 টাকায় কেনা যাবে
রিয়েলমি গত মাসে ভারতে তার 5G স্মার্টফোন Realme P1 Speed 5G লঞ্চ করেছিল। ফোনটি প্রথমবার 20 অক্টোবর বিক্রি করা হয়েছিল। এখন কোম্পানি ফোনের দ্বিতীয়বার বিক্রি আজ 22 নভেম্বর করতে চলেছে। সেলে পাওয়া অফারের পর ফোনটি প্রথমবার 15000 টাকার কম দামে বিক্রি হবে। আসুন জেনে নেওয়া যাক সেলে কত সস্তায় পাওয়া যাবে এই ফোন।
সেলে কত টাকা সস্তায় কেনা যাবে Realme P1 Speed 5G
গেমিং স্মার্টফোন রিয়েলমি পি1 স্পিড 5জি ফোনের বিক্রি 22 নভেম্বর দুপুর 12টায় শুরু হবে। এই ফোনটি Flipkart সাইট এবং রিয়েলমি সাইট থেকে কেনা যাবে। বলে দি যে রিয়েলমি পি1 স্পিড 5জি ফোনটি 17,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। তবে এখন সেলে ফোনের 8GB+128GB মডেলটি 3000 টাকার ব্যাঙ্ক অফারের পর 14,999 টাকায় কেনা যাবে।
Ready for deal of the year?#realmeP1Speed5G, powered by MediaTek Dimensity 7300E chipset & boasting a jaw-dropping 750,000 AnTuTu score for blazing speed.
— realme (@realmeIndia) November 21, 2024
Starting at ₹14,999* for 8+128GB variant.
Buy now:https://t.co/BbgT12xi5hhttps://t.co/3llJA3HieU #LegendOfChipsets pic.twitter.com/yiZhFfWQc6
পাশাপাশি, 12GB RAM+256GB মডেলটি 20,999 টাকায় লঞ্চ হয়েছিল, তবে 2000 টাকার ব্যাঙ্ক অফারের পর ফোনটি 18,999 টাকায় কেনা যাবে।
রিয়েলমি পি1 স্পিড 5জি ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী
ডিসপ্লের কথা বললে, রিয়েলমি পি1 স্পিড 5জি ফোনে 6.67-ইঞ্চি ফুল এইচডি প্লাস স্ক্রিন রয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 2000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনের ডিসপ্লতে রেনওয়াটার স্মার্ট টাচ ফিচার রয়েছে।
পারফরম্যান্সের ক্ষেত্রে ফোনটি অক্টা-কোর 4nm মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এনার্জি প্রসেসরে কাজ করে। এটি 12GB পর্যন্ত LPDDR4X RAM এবং 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজের সাথে পেয়ার করা। ফোনটি ডায়নামিক RAM ফিচার সহ আসে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনে 50MP মেইন AI সেন্সর দেওয়া। সেলফির জন্য ফোনে 16MP ফ্রন্ট সেন্সর রয়েছে।
পাওয়ার দিতে ফোনটি 45W চার্জিং সাপোর্ট সহ 5000mAh এর ব্যাটারি সাপোর্ট করে।
আরও পড়ুন: Redmi A4 5G VS Redmi 13 5G: 15000 টাকার কম দামে রেডমির কোন ফোন সেরা? জানুন দাম এবং স্পেসিফিকেশন
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile