50MP ক্যামেরা এবং 12GB RAM সহ Realme P1 Speed 5G ভারতে লঞ্চ, জানুন দাম কত
রিয়েলমি তার P1 Series এর আওতায় নতুন স্মার্টফোন Realme P1 Speed 5G ভারতে লঞ্চ করেছে
লেটেস্ট রিয়েলমি ফোনটি MediaTek Dimensity 7300 Energy 5G চিপসেটে কাজ করে
রিয়েলমি পি1 স্পিড 5জি ফোনের 8GB RAM+128GB স্টোরেজের দাম 17,999 টাকা এবং টপ মডেলটি 12GB+256GB সহ 20,999 টাকায় বিক্রি হচ্ছে।
রিয়েলমি তার P1 Series এর আওতায় নতুন স্মার্টফোন Realme P1 Speed 5G ভারতে লঞ্চ করেছে। ভার্চুয়াল RAM সাপোর্ট সহ 26GB RAM সহ মাল্টিটাস্কিং ফিচার অফার করে নতুন রিয়েলমি পি1 স্পিড 5জি ফোন। এতে গেমিং সাপোর্ট দেওয়া হয়েছে। লেটেস্ট রিয়েলমি ফোনটি MediaTek Dimensity 7300 Energy 5G চিপসেটে কাজ করে। আসুন জেনে নেওয়া যাক নতুন রিয়েলমি ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী।
Realme P1 Speed 5G ফোনের দাম এবং বিক্রি
রিয়েলমি পি1 স্পিড 5জি ফোনটি দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এতে 8GB RAM+128GB স্টোরেজের দাম 17,999 টাকা এবং টপ মডেলটি 12GB+256GB সহ 20,999 টাকায় বিক্রি হচ্ছে।
লঞ্চ অফারের আওতায় ফোনে 2000 টাকার ছাড় দেওয়া হচ্ছে। আগামী 20 অক্টোবর কোম্পানির ওয়েবসাইট, Flipkart থেকে এই ফোনটি বিক্রি করা হবে।
রিয়েলমি পি1 স্পিড 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
ডিসপ্লে: রিয়েলমি পি1 স্পিড 5জি ফোনে 6.67-ইঞ্চির OLED Esports ডিসপ্লে অফার করা হয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট, 600 নিটস লোকল এবং 2000 নিটস পিক ব্রাইটনেস অফার করে।
প্রসেসর: নতুন রিয়েলমি ফোনটি MediaTek Dimensity 7300 Energy 5G চিপসেটে কাজ করে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি ফোনটি LED ফ্ল্যাশ সহ ডুয়াল রিয়ার সেন্সর সহ আসে। এতে 50MP প্রাইমারি ক্যামেরা এবং একটি AI লেন্স দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 16MP ফ্রন্ট সেন্সর পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার দিতে ডিভাইসে 5000mAh এর বড় ব্যাটারি থাকছে। এটি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর সাথে USB টাইপ সি পোর্ট পাওয়া যাবে।
এই ফিচারের ছাড়া রিয়েলমি ফোনটি TUV এর ফ্রি মোবাইল গেমিং সার্টিফিকেশন দেওয়া। এটি 6050 mm2 স্টেনলেস স্টিল ভেপর কুলিং সিস্টাম দেওয়া হয়েছে। ফোনটি Android 14 ভিত্তিক লেটেস্ট UI এর সাথে আনা হয়েছে।
আরও পড়ুন: 9000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 32MP সেলফি ক্যামেরা সর Realme 5G স্মার্টফোন, জানুন নতুন দাম কত
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile