Realme P1 Pro 5G
Realme কোম্পানি ভারতীয় বাজারের জন্য তার নতুন স্মার্টফোন সিরিজ আনতে চলেছে। আপকামিং স্মার্টফোনগুলি Realme P1 5G Series এর আওতায় আনা হবে। এই সিরিজে দুটি স্মার্টফোন Realme P1 5G এবং Realme P1 Pro 5G আসবে।
P সিরিজের এর ফোনে কোম্পানি পারফরম্যান্সে ফোকস করছে। সম্প্রতি কোম্পানি তার আপকামিং লাইনআপের নামে ঘোষনা করেছে। এছাড়া নতুন ফোনের স্পেসিফিকেশন এবং লঞ্চ তারিখও প্রকাশ করেছে। আসুন জেনে নেওয়া যাক আপকামিং স্মার্টফোনে স্পেসিফিকেশন এবং দাম কত।
আরও পড়ুন: Price Cut: অক্টা-কোর প্রসেসর এবং 128GB স্টোরেজ সহ OPPO A38 ফোন হল 3000 টাকা সস্তা, জানুন নতুন দাম কত
কোম্পানির নতুন রিয়েলমি পি-সিরিজ এর স্মার্টফোন 15 April 2024 দুপুর 12 টায় ভারতে লঞ্চ হবে।
আপকামিং পি-সিরিজের স্মার্টফোন সস্তা দামে হাই-পারফরম্যান্স অফার করবে বলে দাবি করা হচ্ছে। এই দুটি ফোনের দাম 15,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে হবে।
দামের কথা বললে, রিয়েলমি পি১ ৫জি ফোনটি 15,000 টাকার কম দামে বাজারে আসতে পারে। এছাড়া, রিয়েলমি পি১ প্রো ৫জি ফোনের দাম হবে 20,000 টাকার কম।
রিয়েলমির ওয়েবসাইটে তার আপকামিং ফোনের একটি ডেডিকেটেড পেজ লাইভ করা হয়েছে। এতে ফোনের স্পেশাল ফিচার এবং লঞ্চ তারিখ প্রকাশ করা হয়েছে।
কোম্পানির ওয়েবসাইট থেকে এই দুটি ফোনের তথ্য পাওয়া গেছে। রিয়েলমি পি1 প্রো ৫জি ফোনটি 120Hz কার্ভড AMOLED ডিসপ্লে সহ আসবে। এটি 2000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এছাড়া এতে রেনওয়াটার টাচ, ProXDR সাপোর্ট এবং TUV সার্টিফিকেশন মতো ফিচার রয়েছে।
স্মার্টফোনটি Qualcomm Snapdragon 6 Gen 1 চিপসেট সহ আনা হবে। এছাড়া পাওয়ার দিতে এই স্মার্টফোনে 5000mAh ব্যাটারি এবং 45W ওয়্যারড চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।
পাশাপাশি, রিয়েলমি পি1 ৫জি ফোনে 120Hz AMOLED ডিসপ্লে সহ 2000 পিক ব্রাইটনেস দেওয়া হবে। ফোনটি MediaTek Dimensity 7050 চিপসেটে কাজ করবে। এছাড়া, ফোনটি 7 লেয়ার VC কুলিং সিস্টাম সাপোর্ট করবে।
আরও পড়ুন: Phone Discount: DSLR কে ফেল করবে Xiaomi 14 এর প্রিমিয়াম ক্যামেরা! 10 হাজার টাকা সস্তায় কেনার সুযোগ