আপনি যদি Realme P1 5G কেনার কথা ভাবছেন তবে, ই-কমার্স সাইট Flipkart এবং Amazon-এ দুর্দান্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। অনলাইন শপিং সাইটে দাম কম হওয়ার পাশাপাশি ব্যাঙ্কের অফার পাওয়া যাচ্ছে। এছাড়া স্মার্টফোনে এক্সচেঞ্জ অফারও থাকছে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি পি1 5জি ফোনটি কত টাকা ছাড়ে কেনা যাবে।
রিয়েলমি পি1 5জি ফোনটি দুর্দান্ত ডিসকাউন্টের সাথে বিক্রি হচ্ছে। এটি ফ্লিপকার্ট এবং অ্যামাজন সাইটে সস্তা বিক্রি হচ্ছে। রিয়েলমি পি1 5জি ফোনের 6GB RAM/128GB মডেল ফ্লিপকার্ট সাইটে 14,999 টাকায় লিস্ট করা হয়েছে। ব্যাঙ্ক অফারের আওতায় এতে 2000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। ছাড়ের পর ফোনের দাম পড়বে মাত্র 12,999 টাকা।
আরও পড়ুন: OnePlus 12 এর তুলনায় কত দামি হবে OnePlus 13, লঞ্চের আগে ফাঁস হল দাম, জানুন কী থাকবে ফিচার
পাশাপাশি, রিয়েলমি ফোনের 8GB RAM/128GB মডেলটি 15,999 টাকায় লিস্ট করা। তবে ছাড়ের পর এটি মাত্র 13999 টাকায় কেনা যাবে।
আপনি যদি অ্যামাজন সাইট থেকে ফোনটি কেনেন এবং ICICI কার্ড দিয়ে পেমেন্ট করলে ডিসকাউন্ট পাওয়া যাবে।
ডিসপ্লের কথা বললে, রিয়েলমি পি1 5জি ফোনে 6.67-ইঞ্চি ফুল HD প্লাস AMOLED ডিসপ্লে রয়েছে৷ এটি 2400×1080 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট এবং 2000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসিংয়ের জন্য এতে রয়েছে MediaTek Dimensity 7050 প্রসেসর। প্যানেলটি রেইন ওয়াটার টাচ ফিচারও সাপোর্ট করে যাতে গ্রাহকরা ভেজা হতে বা বৃষ্টিতেও ফোনটি ব্যবহার করতে পারে।
ক্যামেরা সেটআপের কথা বললে, রিয়েলমি পি1 5জি ফোনের রিয়ারে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP ডেপথ ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
পাওয়ার দিতে স্মার্টফোনে 45W SuperVOOC চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি রয়েছে। এই স্মার্টফোনটি Phoenix Red এবং Peacock Green কালার অপশনে পাওয়া যাচ্ছে।
এটি Android 14 এর উপর ভিত্তি করে Realme UI 5.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে একটি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
আরও পড়ুন: BSNL কে চুপ করাতে Jio দিচ্ছে 90 দিনের সস্তা রিচার্জ প্ল্যান, 200 জিবি ডেটা সহ থাকছে আনলিমিটেড সুবিধা