Realme Neo 7 স্মাটফোনে থাকবে 7000mAh এর বড় ব্যাটারি, একবার চার্জে চলবে 3 দিন পর্যন্ত, জানুন কবে হবে লঞ্চ

Realme Neo 7 স্মাটফোনে থাকবে 7000mAh এর বড় ব্যাটারি, একবার চার্জে চলবে 3 দিন পর্যন্ত, জানুন কবে হবে লঞ্চ
HIGHLIGHTS

রিয়েলমি নিশ্চিত করে দিয়েছে যে Realme Neo 7 স্মার্টফোন 11 ডিসেম্বর চীনের বাজারে লঞ্চ করা হবে

রিয়েলমি কোম্পানি সম্প্রতি নিশ্চিত করেছে যে নিও7 ফোনে 7000mAh ব্যাটারি থাকবে

রিয়েলমি নিও7 ফোনের দাম প্রায় 2499 yen (প্রায় 29,100 টাকা) হবে বলে আশা করা হচ্ছে

রিয়েলমি সম্প্রতি তার লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 7 Pro লঞ্চ করেছে। এখন কোম্পানি আরেকটি নতুন ফোনে কাজ শুরু করে দিয়েছে। এখন রিয়েলমি নিশ্চিত করে দিয়েছে যে Realme Neo 7 স্মার্টফোন 11 ডিসেম্বর চীনের বাজারে লঞ্চ করা হবে। তবে এখন গ্লোবাল লঞ্চ তারিখ প্রকাশ করেনি কোম্পানি। রিয়েলমি সম্প্রতি নিশ্চিত করেছে যে নিও7 ফোনে 7000mAh এর বড় টাইটন ব্যাটারি দেওয়া হবে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি নিও7 ফোনে আর কী থাকবে বিশেষ।

Realme Neo 7 ফোনের দাম কত হবে

দামের কথা বললে, রিয়েলমি নিও7 ফোনের দাম প্রায় 2499 yen (প্রায় 29,100 টাকা) হবে বলে আশা করা হচ্ছে। এটি মিড-রেঞ্জ সেগামেন্টে কঠিন প্রতিযোগিতা দেবে।

আরও পড়ুন: BSNL এর সবচেয়ে সস্তা রিচার্জ, সস্তা দামে 45 দিনের জন্য Unlimited সুবিধা সহ সেরা প্ল্যান

Realme Neo7 with 7000mAh battery AnTuTu Score

রিয়েলমি নিও7 ফোনে থাকবে বড় ব্যাটারি

টাইটন ব্যাটারি তৈরি করার জন্য নিংগডে নিউ এনার্জি (CATL) এর সাথে হাত মিলিয়েছে রিয়েলমি কোম্পানি। এটি বেশি ক্ষমতার থাকার সত্বেও ব্যাটারিকে হাল্কা রাখে।

কেমন স্পেসিফিকেশন এবং ফিচার থাকবে রিয়েলমি নিও 7 ফোনে

কোম্পানি সম্প্রতি নিশ্চিত করেছে যে নিও7 ফোনে 7000mAh ব্যাটারি থাকবে। আগে আসা রিপোর্ট অনুযায়ী, ফোনটি 80W SuperVOOC ওয়্যারড চার্জিং সাপোর্ট করবে, যা বড় ব্যাটারিকে ফাস্ট চার্জিং করবে।

ফোনে একটি বড় 1.5K রেজোলিউশন সহ ডিসপ্লে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আপকামিং ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 9300+ প্রসেসর পাওয়া যাবে, যা আগেই 2.4 মিলিয়া পয়েন্টের রনিং স্কোর সহ দুর্দান্ত পারফরম্যান্স দেখা গেছে। এই সমস্ত তথ্য টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছে। ফোনটিকে জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে এতে IP69 রেটিং সহ আসবে।

আরও পড়ুন: ফাস্ট Snapdragon 8 Elite প্রসেসর এবং 6000mAh ব্যাটারি সহ ভারতে আসছে iQOO 13, জেনে নিন আর কী থাকবে বিশেষ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo