Realme Narzo N65 5G: 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ রিয়েলমির সস্তা ৫জি ফোন ভারতে নিল এন্ট্রি, দাম 12 হাজারের কম

Realme Narzo N65 5G: 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ রিয়েলমির সস্তা ৫জি ফোন ভারতে নিল এন্ট্রি, দাম 12 হাজারের কম
HIGHLIGHTS

রিয়েলমি ভারতে নারজো সিরিজের লেটেস্ট স্মার্টফোন Realme Narzo N65 5G লঞ্চ করেছে

নারজো এন৬৫ স্মার্টফোনের 4GB RAM এবং 128GB স্টোরেজ মডেলের দাম 11,499 টাকা

রিয়েলমির এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর, 6GB পর্যন্ত RAM এবং 128GB ইনবিল্ট স্টোরেজ মতো ফিচার রয়েছে

Realme Narzo N65 5G Launched: রিয়েলমি ভারতে তার নারজো সিরিজের লেটেস্ট স্মার্টফোন লঞ্চ করেছে। লেটেস্ট রিয়েলমি নার্জো এন৬৫ ৫জি কোম্পানির একটি সস্তা ফোন। রিয়েলমির এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর, 6GB পর্যন্ত RAM এবং 128GB ইনবিল্ট স্টোরেজ মতো ফিচার রয়েছে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি নারজো এন৬৫ ৫জি ফোনের দাম এবং ফিচার সম্পর্কে।

Realme Narzo N65 5G ফোনের ভারতে দাম কত

নারজো এন৬৫ স্মার্টফোনের 4GB RAM এবং 128GB স্টোরেজ মডেলের দাম 11,499 টাকা। ডিভাইসের 6GB RAM এবং 128GB স্টোরেজ মডেলে দাম 12,499 টাকা রাখা হয়েছে। রিয়েলমির এই ডিভাইসে 1000 টাকার ডিসকাউন্ট কুপন অফার করা হচ্ছে। 31 মে থেকে Amazon এবং রিয়েলমি স্টোর থেকে এই ফোনের বিক্রি করা হবে।

আরও পড়ুন: Honor 200 এবং Honor 200 Pro চীনে লঞ্চ, 50MP সেলফি ক্যামেরা এবং 100W সহ এই ফোন ভারতে আসছে কবে জানুন

Realme Narzo N65 5G ফোনে ডিসপ্লে, প্রসেসর কী দেওয়া

রিয়েলমি নারজো এন৫৬ ৫জি ফোনটি কোম্পানির Narzo Series এর সবচেয়ে সস্তা 5G ফোন।

Realme Narzo N65 5G
সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া

লেটেস্ট রিয়েলমি ফোনে 6.67-ইঞ্চি IPS LCD স্ক্রিন দেওয়া হয়েছে। এটির রিফ্রের রেট 120Hz দেওয়া। ডিসপ্লে এইচডি প্লাস (1604*720 পিক্সেল) রেজোলিউশন দেওয়া। ডিসপ্লের মধ্যে একটি পাঞ্চহোল দেওয়া হয়েছে।

মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেকর এবং গ্রাফিক্সের জন্য G57 GPU দেওয়া হয়েছে। ডিভাইসে 4GB/6GB ইনবিল্ট RAM সহ 6GB পর্যন্ত ভার্চুয়াল RAM পাওয়া যাবে। ডিভাইসে 128 জিবি ইনবিল্ট স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসি কার্ড দিয়ে বাড়ানো যাবে।

Narzo N65 5G ফোনে ক্যামেরা এবং ব্যাটারি

নার্জো এন৬৫ ৫জি ফোনে ফটোগ্রাফির জন্য 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর এবং LED ফ্ল্যাশ পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া। ফোনে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি থাকছে, যা 15W কুইক চার্জিং সাপোর্ট করবে। ফোনে রিভার্স চার্জিং সাপোর্টও দেওয়া।

আরও পড়ুন: Realme GT 6T: রিয়েলমির নতুন গেমিং ফোনের আজ বিক্রি, আর্লী বর্ড সেলে সস্তায় কেনার সুযোগ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo