মাত্র 7499 টাকায় Realme আনল দুর্দান্ত স্মার্টফোন, রয়েছে 5000mAh ব্যাটারি এবং 32MP সুপার ক্লিয়ার ক্যামেরা

Updated on 29-Jul-2024
HIGHLIGHTS

Realme আজ ভারতে Narzo Series এর আওতায় নতুন Realme Narzo N61 লঞ্চ করেছে

নতুন রিয়েলমি নারজো এন61 ফোনটি একটি বাজেট ডিভাইস যা 7000 টাকার শুরু দামে ভারেত আনা হয়েছে

রিয়েলমি নারজো এন61ফোনটি 32MP সুপার ক্লিয়ার ক্যামেরা সহ আসে

Realme আজ ভারতে Narzo Series এর আওতায় নতুন Realme Narzo N61 লঞ্চ করেছে। কোম্পানির নতুন ফোনটি একটি বাজেট ডিভাইস যা 7000 টাকার শুরু দামে ভারেত আনা হয়েছে। নতুন রিয়েলমি নারজো এন61 ফোনে ArmorShell প্রোটেকশন দেওয়া। ফোনটি 6GB পর্যন্ত RAM অফার করে। আসুন রিয়েলমি নারজো এন61 ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

Realme Narzo N61 ফোনের ভারতে দাম কত

রিয়েলমি নারজো এন61 ফোনটি ভারতে দুটি ভ্যারিয়্যান্ট লঞ্চ করা হয়েছে। মোবাইলের বেস মডেলে 4GB RAM+64GB স্টোরেজ দেওয়া। বড় মডেলটি 6GB RAM+128GB সাপোর্ট করে। এই দুটি মডেলের দাম 7499 টাকা এবং 8499 টাকা রাখা হয়েছে।

আরও পড়ুন: Oppo New smartphone: মজবুত বডি, 5100mAh ব্যাটারি সহ ওপ্পো কে12এক্স 5জি লঞ্চ, জানুন দাম কত

সেলের শুরুতে কোম্পানি 500 টাকার ডিসকাউন্ট অফার করবে। ছাড়ের পর ফোনের দাম 6999 টাকা এবং 7999 টাকা হয়ে য়াবে। ফোনটি 6 অগাস্ট থেকে Voyage Blue এবং Marble Black কালার অপশনে বিক্রি হবে।

রিয়েলমি নারজো এন61 ফোনে ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ডিসপ্লে: নতুন রিয়েলমি ফোনে 6.74-ইঞ্চি HD+ ওয়াটারড্রপ নচ স্ক্রিন দেওয়া। ফোনটি 90Hz রিফ্রেশ রেট এবং 180Hz টাচ স্যাম্পলিং এবং 560 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনে মিনি ক্যাপসুল 2.0 ফিচার দেওয়া হয়েছে।

প্রসেসর: রিয়েলমি ফোনটি অক্টা-কোর চিপসেটে কাজ করবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনটি 32MP সুপার ক্লিয়ার ক্যামেরা সহ আসে। ফ্রন্টে 5MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি: পাওয়ার দিতে নতুন রিয়েলমি ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া। কোম্পানি জানিয়েছে যে ফোনটি 30 ঘন্টার ভয়েস কলিং এবং 1013 ঘন্টার স্ট্যান্ডবাই টাইম দেয়।

আরও পড়ুন: 4G সাপোর্ট সহ নতুন ফিচার ফোন আনছে HMD, লঞ্চের আগেই স্পেক্স, রেন্ডার লিক!

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :