Realme Narzo N55 শীঘ্রই ভারতে হবে 12 এপ্রিল, স্টাইলিশ ডিজাইন এবং দুর্দান্ত ফিচার সহ লিক হল ছবি
Realme সংস্থা সম্প্রতি তার নতুন N-Series লঞ্চ করার সম্পর্কে টিজ করে জানিয়েছে
Realme Narzo N55 স্মার্টফোনটি ভারতে 12 এপ্রিল দুপুর 12.30 টায় লঞ্চ হতে পারে
Realme Narzo N55 ফোনেও কোম্পানির লেটেস্ট স্মার্টফোন Realme C55 এর মতো Mini Capsule ফিচার দেওয়া হবে
Realme সংস্থা সম্প্রতি তার নতুন N-Series লঞ্চ করার সম্পর্কে টিজ করে জানিয়েছে। একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে Realme Narzo N55 স্মার্টফোন শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে। তবে, রিয়েলমির আপকামিং স্মার্টফোনটি কোন নামে আসবে, সেই সম্পর্কে জানায়নি। আশা করা হচ্ছে যে কোম্পানি শীঘ্রই স্মার্টফোনের নাম এবং ফিচার সম্পর্কে ঘোষণা করতে পারে।
Realme Narzo N55 কবে হবে লঞ্চ
91Mobiles এর একটি রিপোর্ট অনুযায়ী, Realme Narzo N55 স্মার্টফোনটি ভারতে 12 এপ্রিল দুপুর 12.30 টায় লঞ্চ হতে পারে। তবে বলে দি যে এই ফোনের লঞ্চ সম্পর্কে Realme কোম্পানি এখনও কিছু নিশ্চিত করেনি।
N = 5,4,3,2,1..?
Initiating #ProjectN.
Stay tuned. The next generation is here.@realmeTechLife pic.twitter.com/fumMc6ULwl
— realme (@realmeIndia) March 27, 2023
Realme Narzo N55 এর অনুমানিত ডিজাইন
রিয়েলমির এই আপকামিং স্মার্টফোন সম্পর্কে একাধিক রিপোর্ট সামনে এসেছে। এই সমস্ত রিপোর্টে দাবি করা হয়েছে যে Realme Narzo N55 ফোনেও কোম্পানির লেটেস্ট স্মার্টফোন Realme C55 এর মতো Mini Capsule ফিচার দেওয়া হবে। এছাড়া এতে Apple এর মতো Dynamic Island দেওয়া যেতে পারে।
[Exclusive] First sneak peek of the upcoming Project N from realme. The device will feature a 3.5mm headphone jack and a USB Type-C charging port.
Feel free to retweet.#Realme #RealmeProjectN pic.twitter.com/lcz3asK4o8— Mukul Sharma (@stufflistings) March 30, 2023
Realme Narzo N55 ফোনে ইমেজ হল লিক
বলে দি যে টিপস্টার Mukul Sharma এর তরফে ফোনের একটি ছবি লিক করা হয়েছে। এই ছবির কথা বললে এতে ফোনের ডিজাইন দেখা যাচ্ছে। এই লিক ছবি থেকে জানা গিয়েছে যে ফোনটি ফ্ল্যাট ডিজাইনে আনা যেতে পারে। এছাড়া এতে একটি 3.5mm এর হেডফোন হেডফোন জ্যাক এবং Type-C পোর্ট থাকবে। তবে এই দুটি পোর্টের পাশেই ফোনের স্পিকার দেখতে পাবেন।
Passion that drives you to greatNess, leads you to #realmeProjectN. pic.twitter.com/bWBbw6XFlK
— realme (@realmeIndia) March 29, 2023
ফোনের ডিজাইন এবং ফিচার দেখে অনুমান করা হচ্ছে যে কোম্পানি এই ফোন বাজেট প্রাইসে আনতে পারে।
যদি কালার অপশনের কথা বলে তবে এই ফোনটি প্রাইম ব্ল্যাক এবং প্রাইম ব্লু রঙে আসতে পারে। এছাড়া, ফোনটি 4GB, 6GB, 8GB RAM বিকল্পের সাথে 64GB এবং 128GB স্টোরেজ অপশনে পাওয়া যাবে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile