10 হাজার টাকা দামের Realme Narzo N55 ফোনের সেল শুরু, লঞ্চ অফারে মিলছে একগুচ্ছ ডিসকাউন্ট

Updated on 18-Apr-2023
HIGHLIGHTS

Realme Narzo N55 ফোনের আজ অর্থাৎ 18 এপ্রিল প্রথম সেল শুরু হয়েছে

Realme Narzo N55 ফোনের দাম 10,999 টাকা থেকে শুরু হচ্ছে

কোম্পানি ফোনে অফার হিসাবে, HDFC এবং SBI ক্রেডিট কার্ডে 1,000 টাকার ছাড় অফার করছে

Realme কোম্পানি সম্প্রতি বাজেটে প্রাইসে তার লেটেস্ট স্মার্টফোন Narzo N55 ভারতে লঞ্চ করেছে। Realme Narzo N55 ফোনের আজ অর্থাৎ 18 এপ্রিল প্রথম সেল শুরু হয়েছে। এই ফোনটি দুপুর 12টায় ই-কমার্স ওয়েবসাইট Amazon, কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট Realme.com থেকে বিক্রি করা হবে।

Realme Narzo N55 ফোনের প্রথম সেলে কোম্পানি ব্যাঙ্ক কার্ড অফার সহ একগুচ্ছ সুবিধা দিতে চলেছে। Jio গ্রাহকরাও এই ফোনের কেনাকাটায় অতিরিক্ত সুবিধা পাবেন। আসুন ফোনে দাম, অফার সহ ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক…

Realme Narzo N55 ফোনের দাম, বিক্রি এবং অফার

Realme Narzo N55 ফোনের দাম 10,999 টাকা থেকে শুরু হচ্ছে। এই দামে আপনি ফোনের 4GB RAM এবং 64GB স্টোরেজ অপশন কেনা যাবে। এর পাশাপাশি, ফোনের 6GB এবং 128GB স্টোরেজ মডেলের দাম 12,999 টাকা রাখা হয়েছে। নারজো N55 ফোনটি দুটি কালার অপশনে বিক্রি করা হচ্ছে- প্রাইম ব্লু এবং প্রাইম ব্ল্যাক।

কোম্পানি ফোনে অফার হিসাবে, HDFC এবং SBI ক্রেডিট কার্ডে 1,000 টাকার ছাড় অফার করছে। এর পাশাপাশি, আপনি যদি Jio ইউজার হন তবে আপনি 3000 টাকার অতিরিক্ত সুবিধা পেয়ে যাবেন এই সেলে। এছাড়া ফোনে এক্সচেঞ্জ অফারে 10,400 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

Realme Narzo N55 ফোনে কী কী ফিচার মিলবে

Realme Narzo N55 ফোনটি মিডিয়াটেক হেলিও G88 প্রসেসরে কাজ করবে। ফোনটি 4GB এবং 6GB পর্যন্ত RAM সাপোর্ট করে। স্টোরেজ হিসাবে ফোনে 64GB এবং 128GB থাকছে, যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 1TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যেতে পারে।

Narzo N55 ফোন মিনি ক্যাপসুল ফিচার অফার করা হয়েছে, যা iPhone 14 Pro ফোনের ফিচার ডায়নামিক আইল্যান্ডের মতো কাজ করবে। ফোনটিতে 6.72-ইঞ্চি Full HD+ IPS LCD ডিসপ্লে অফার করা হয়েছে, যার পিক্সেল রেজোলিউশন 1080X2400, রিফ্রেশ রেট 90Hz, 180Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য় Narzo N55 ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট রয়েছে, যার প্রাইমারি সেন্সর 64 মেগাপিক্সেলের সহ সেকেন্ডারি ক্যামেরা 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর দেওয়া। ফোনের ফ্রন্টে 8 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা দেওয়া।

ফোনে পাওয়ার দিতে 5,000mAh ব্যাটারি দেওয়া রয়েছে, যা 33W এর ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনের বক্সে চার্জর দেওয়া হবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :