Realme -এর তরফে জলদি ভারতে একটি নতুন ফোন লঞ্চ করা হবে। এই ফোনটি এই কোম্পানির Narzo N সিরিজের ফোন হতে চলেছে। সম্প্রতি Realme Narzo N55 -এর লঞ্চের দিন জানাল এই ফোন প্রস্তুতকারক কোম্পানি। এই বছরের এই সিরিজের এটাই প্রথম ফোন যা লঞ্চ হতে চলেছে। কোম্পানির তরফে এই ফোনের লঞ্চের দিন সহ ডিজাইন প্রকাশ্যে আনা হয়েছে। একই সঙ্গে এই ফোনের ক্যামেরা সহ একাধিক ফিচারের তথ্য ফাঁস হয়েছে অনলাইনে। লঞ্চের আগে দেখুন এই ফোন সম্পর্কিত কী কী তথ্য জানা গেল।
Amazon -এর মাইক্রোসাইট থেকে এই ফোনের একাধিক ফিচারের কথা জানা গিয়েছে। এই ফোনে সি অ্যাঙ্গেলের ডিজাইন থাকবে। সঙ্গে মিলবে ফ্ল্যাট বডি সহ ফ্রেম। প্রাইম নীল রঙে এই ফোন কিনতে পারবেন গ্রাহকরা। ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে এই ফোনে। দুটো গোলাকার কাট আউট আছে রিয়ার প্যানেলে। সঙ্গে একটি LED ফ্ল্যাশ আছে। এই ফোনের পাওয়ার বাটন থাকবে ডানদিকে। এটাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। এছাড়া এই ফোনে ফেস আনলকের সুবিধাও মিলবে। USB টাইপ সি পোর্ট সহ স্পিকার গ্রিল, 3.5 mm হেডফোন জ্যাক থাকবে এই ফোনে। এই ফোন যে দামে লঞ্চ হবে সেই রেঞ্জে এটিই হবে Realme কোম্পানির সব থেকে পাতলা ফোন।
এই ফোনটি 12 এপ্রিল লঞ্চ করতে চলেছে। 7 এপ্রিল এবং 10 এপ্রিলে এই ফোনের আরও একাধিক তথ্য সামনে আসবে।
1. এই ফোনের প্রাইমারি ক্যামেরায় 64 মেগাপিক্সেলের একটি সেন্সর থাকতে পারে। সঙ্গে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা থাকবে বলেই অনুমান করা হচ্ছে।
2. এই ফোনটি 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ, 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টে মিলবে।
3. 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা পাওয়া যেতে পারে এখানে।