Realme কোম্পানি তার Narzo Series এর আওতায় তার নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। রিয়েলমির এই নতুন ফোন Realme Narzo N53 নামে বাজারে আনা হয়েছে। কোম্পানির এই স্মার্টফোন 10,000 টাকার কম দামে লঞ্চ করা হয়েছে।
Realme Narzo N53 ফোনের বিশেষ ফিচার হল তার ক্যামেরা মডিউল যা iPhone 14 Pro এর ক্যামেরা সেটআপের মতো দেওয়া। Realme কোম্পানি দাবি করছে যে নারজো সিরিজে Narzo N53 ফোনটি কোম্পানির সবচেয়ে পাতলা স্মার্টফোন, যা মাত্র 7.49mm সহ আসে। আসুন জেনে নেওয়া যাক ফোনে আর কী কী ফিচার দেওয়া হয়েছে…
দামের কথা বললে, Narzo N53 ফোনটি 8,999 টাকার শুরুর দামে বাজারে আনা হয়েছে। এই দামে আপনি ফোনের 4GB RAM এবং 64GB স্টোরেজ অপশন কিনতে পারবেন। এছাড়া, 6GB RAM এবং 128GB স্টোরেজ মডেলের দাম 10,999 টাকা। ফোনটি দুটি কালার অপশনে পাওয়া যাবে- ফেদর গোল্ড এবং ফেদর ব্ল্যাক।
আরও পড়ুন: 64MP ক্যামেরা সহ Infinix Note 30i লঞ্চ, ফোনে রয়েছে JBL স্পিকার
লঞ্চ অপারের অওতায় Realme Narzo N53 ফোনে কোম্পানি HDFC কার্ড ইউজারদের 1000 টাকার ছাড় দিচ্ছে। Narzo N53 ফোনের 64 জিবি মডেলে 500 টাকা এবং 128 জিবি মডেলে 1000 টাকার ছাড় পাওয়া যাবে। 22 মে থেকে Realme Narzo N53 ফোনের বিক্রি Amazon সাইট থেকে দুপুর 2 থেকে 4 এর মধ্য়ে করা হবে।
https://twitter.com/realmenarzoIN/status/1659129566936408065?ref_src=twsrc%5Etfw
1. Realme Narzo N53 ফোনে 6.74 ইঞ্চি ডিসপ্লে অফার করা হয়েছে, যার রিফ্রেশ রেট 90Hz দেওয়া। ফোনের ডিসপ্লেতে 450 নিটস এর ব্রাইটনেস সাপোর্ট করে।
2. স্মার্টফোনে Unisoc T612 প্রসেসর দেওয়া হয়েছে,
3. ফোনের সাথে 6GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। এছাড়া, ফোনে 6GB ভার্চুয়াল RAM সাপোর্ট দেওয়া হয়েছে।
4. Realme Narzo N53 ফোনে Android 13 ভিত্তিক Realme UI 4.0 দেওয়া। ফোনে একটি মিনি ক্যাপসুলও রয়েছে।
আরও পড়ুন: 95,999 টাকার ফোন 19,999-এ! Samsung Galaxy Z Flip 3-এর উপর কোথায় এই বাম্পার ছাড় মিলছে?
5. Realme Narzo N53 ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর 50 মেগাপিক্সেলের দেওয়া এবং AI সাপোর্ট রয়েছে। সেলফির জন্য় ডিসপ্লেতে একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
5. ফোনে পাওয়ার দিতে Realme Narzo N53-তে 5000mAh ব্যাটারি রয়েছে, যার সাথে 33W এর SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া। দাবি করা হচ্ছে যে ফোনটি 30 মিনিটে 0-50 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে।
6. সিকিউরিটির জন্য, এতে সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।